সাতক্ষীরা ও আমতলী (বরগুনা) প্রতিনিধি
ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়ে গেলেও সাতক্ষীরার ৭৩ শতাংশেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। মহান একুশে ফেব্রুয়ারি পালনে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে কাজ চালাতে দেখা যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। অন্যদিকে বরগুনার আমতলী উপজেলায় ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারই ভরসা শিক্ষার্থীদের।
সাতক্ষীরা জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৫৮টিতে শহীদ মিনার আছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টিতে এখনো শহীদ মিনার তৈরি করা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। ১ হাজার ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে মাত্র ১১২টিতে।
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ জানান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে স্কুলে ভাষা দিবস পালন করা হয়।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ জন্য পাশের মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়।’
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে স্থানীয়দের সহায়তায় শহীদ মিনার নির্মাণের। তবে অর্থসংকটসহ বিভিন্ন কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, ভাষা আন্দোলন বা তার তাৎপর্য সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে জানবে? এটা খুবই দুঃখজনক!
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে কোনো শহীদ মিনার নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশ বা কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বরগুনার আমতলী উপজেলার ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০০টিতে শহীদ মিনার নেই। অর্থাৎ ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
জানা গেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি নিম্নমাধ্যমিক, ২৭টি মাধ্যমিক, মাদ্রাসা ২৯টি এবং সাতটি কলেজ রয়েছে। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কলেজ ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অন্যদিকে উপজেলার কোনো মাদ্রাসাতেই শহীদ মিনার নেই।
আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভাষাশহীদদের পরিচয় জানতে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক।’
ভাষা আন্দোলনের সাত দশক পেরিয়ে গেলেও সাতক্ষীরার ৭৩ শতাংশেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি কোনো শহীদ মিনার। মহান একুশে ফেব্রুয়ারি পালনে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে কাজ চালাতে দেখা যায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানকে। অন্যদিকে বরগুনার আমতলী উপজেলায় ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ী শহীদ মিনারই ভরসা শিক্ষার্থীদের।
সাতক্ষীরা জেলা ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ৭৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৪৫৮টিতে শহীদ মিনার আছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টিতে এখনো শহীদ মিনার তৈরি করা হয়নি। প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। ১ হাজার ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে মাত্র ১১২টিতে।
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু সাঈদ জানান, তাঁর বিদ্যালয়ে শহীদ মিনার নেই। ফলে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে স্কুলে ভাষা দিবস পালন করা হয়।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এ জন্য পাশের মাধ্যমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়।’
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, সরকারিভাবে নির্দেশনা রয়েছে স্থানীয়দের সহায়তায় শহীদ মিনার নির্মাণের। তবে অর্থসংকটসহ বিভিন্ন কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ জানান, যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, ভাষা আন্দোলন বা তার তাৎপর্য সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কীভাবে জানবে? এটা খুবই দুঃখজনক!
সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, জেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থায়ীভাবে কোনো শহীদ মিনার নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশ বা কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বরগুনার আমতলী উপজেলার ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২০০টিতে শহীদ মিনার নেই। অর্থাৎ ৮৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
জানা গেছে, আমতলী উপজেলায় ২২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি নিম্নমাধ্যমিক, ২৭টি মাধ্যমিক, মাদ্রাসা ২৯টি এবং সাতটি কলেজ রয়েছে। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, দুটি কলেজ ও ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। অবশিষ্ট বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অন্যদিকে উপজেলার কোনো মাদ্রাসাতেই শহীদ মিনার নেই।
আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘ভাষাশহীদদের পরিচয় জানতে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা আবশ্যক।’
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৯ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে