Ajker Patrika

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

প্রতিনিধি (যশোর) বেনাপোল
ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশি যুবককে দেড় বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা পুরুষদের আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও দায়িত্ব নিয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসা যুবকেরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারায়নের ছেলে দিলিপ, সাতক্ষীরার আক্কাস আলী গাজির ছেলে সোরাত গাজি, আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, আসাদুল ঢালীর ছেলে আশরাফুজ্জামান ও ছিদ্দিক আলীর ছেলে মতিউর রহমান।

এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের যশোর অফিসের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তাঁরা ভারতে যান। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাঁদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেন। দেড় বছর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে সহযোগিতা করবে এ তাদের সংস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত