Ajker Patrika

বিশালদেহী গরু রাজাবাবু, ফল না পেলেই তার মেজাজ সপ্তমে

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১১: ৪৬
বিশালদেহী গরু রাজাবাবু, ফল না পেলেই তার মেজাজ সপ্তমে

নাম তার রাজাবাবু। এমনিতে বেশ শান্ত স্বভাবের সে। ছোলা, ভুট্টা, ভুসির পাশাপাশি বিভিন্ন ফলও পছন্দ তার। আর ফল না পেলেই নাকি মেজাজ খারাপ হয়ে যায়। রাজাবাবু কোনো মানুষ নয়, সে কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে কৃষক রফিকুল ইসলামের পোষা গরুর নাম। ৩০ মণ ওজনের রাজাবাবুকে আসন্ন কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। 

কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম গত দুই বছর রাজাবাবুকে লালন-পালন করছেন। উদ্দেশ্য ঈদুল আজহায় বিক্রি করা। রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, রাজাবাবুকে গোয়াল থেকে বের করে নারকেলগাছ ও বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাকে বাইরে বের করার খবর শুনে এলাকার মানুষ একনজর দেখতে ভিড় করে। বিশাল এই গরু দেখতে তাদের আগ্রহের শেষ নেই। 

কৃষক রফিকুল ইসলাম জানান, দুই বছর আগে ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে গরুটি কেনেন। শান্ত স্বভাবের গরুটির নাম রাখেন ‘রাজাবাবু’। প্রতিদিন তাকে দুবার ছোলা, ভুট্টা, ভুসি, বিচালি ও ঘাস খাওয়ানো হয়। এর পাশাপাশি আপেল এবং নানা মৌসুমি ফল খাওয়ান। । ফল না পেলেই মেজাজ বিগড়ে যায় তার। তখন দু-একটি মৌসুমি ফল তার সামনে দিলে আবার ঠান্ডা হয়ে যায়। 

রাজাবাবুকে দেখতে এলাকাবাসীর ভিড়কৃষক রফিকুল ইসলাম আরও জানান, এই গরুর ওজন এখন ৩০ মণের বেশি। ১৫ লাখ টাকা গরুটির দাম হাঁকছেন। দরদামে সামান্য কমবেশি হলেও গরুটি বিক্রি করে দেবেন। যিনি রাজাবাবুকে কিনবেন, তার জন্য গরুটি ঈদের আগের দিন পর্যন্ত এভাবেই লালন-পালন করে দেবেন বলেও জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত