সাতক্ষীরা প্রতিনিধি
নিখোঁজের ১৩ দিন পর চট্টগ্রামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মহসিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাউদ সাদাত (৪৮)। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার সামছুল আলমের ছেলে।
ব্যবসায়ীর স্ত্রী ফারহানা রেজার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) তাঁর স্বামীসহ তিনজন ব্যবসার কাজে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। ভোমরায় আসার পর ভোমরা স্থলবন্দরের সাধারণ সম্পাদক মাকসুদ খান সঙ্গে থাকা অপর দুজন ব্যবসায়ীকে চলে যেতে বলেন এবং তাঁর ব্যবহৃত ফোনটি নিয়ে নেন। পরে তাঁর স্বামী অন্য একটি নম্বর থেকে স্ত্রী ফারহানা রেজাকে জানান, তাঁকে ভোমরায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত এ এস এম মাকসুদ খান বলেন, ‘চট্টগ্রামের ওই ব্যবসায়ীর কাছে তিনি ৫০ লাখ টাকা পান। তাঁর সঙ্গে চার মাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। হঠাৎ কোরবানির ঈদের ১০ দিন আগে তাঁর কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ নিয়ে আর টাকা দেননি। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
তাঁকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে একসঙ্গে এক রুমে থাকত, খাওয়া-দাওয়া করত। ১৭ সেপ্টেম্বর রোববার তাঁর পাওনা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয়, সে জন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, এক ব্যক্তিকে ভোমরায় আটকে রাখা হয়েছে। তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাতে সবার কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজের ১৩ দিন পর চট্টগ্রামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মহসিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাউদ সাদাত (৪৮)। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার সামছুল আলমের ছেলে।
ব্যবসায়ীর স্ত্রী ফারহানা রেজার বলেন, ‘গত ১ সেপ্টেম্বর (শুক্রবার) তাঁর স্বামীসহ তিনজন ব্যবসার কাজে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। ভোমরায় আসার পর ভোমরা স্থলবন্দরের সাধারণ সম্পাদক মাকসুদ খান সঙ্গে থাকা অপর দুজন ব্যবসায়ীকে চলে যেতে বলেন এবং তাঁর ব্যবহৃত ফোনটি নিয়ে নেন। পরে তাঁর স্বামী অন্য একটি নম্বর থেকে স্ত্রী ফারহানা রেজাকে জানান, তাঁকে ভোমরায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত এ এস এম মাকসুদ খান বলেন, ‘চট্টগ্রামের ওই ব্যবসায়ীর কাছে তিনি ৫০ লাখ টাকা পান। তাঁর সঙ্গে চার মাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। হঠাৎ কোরবানির ঈদের ১০ দিন আগে তাঁর কাছ থেকে ১ কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ নিয়ে আর টাকা দেননি। এ বিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’
তাঁকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমার ম্যানেজারের সঙ্গে একসঙ্গে এক রুমে থাকত, খাওয়া-দাওয়া করত। ১৭ সেপ্টেম্বর রোববার তাঁর পাওনা ৫০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয়, সে জন্য তিনি এই অপহরণের নাটক তৈরি করেছেন।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, এক ব্যক্তিকে ভোমরায় আটকে রাখা হয়েছে। তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। রাতে সবার কথা শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
৪৪ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
২ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
২ ঘণ্টা আগে