Ajker Patrika

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯: ৫০
যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাকিব হোসেন (২১)। আজ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

সাকিব হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। 

রোহিতা ইউনিয়ন পরিষদের এড়েন্দা-রাজবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন সাপের কামড়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘সাকিব সম্পর্কে আমার ভাইপো। সে বাবার একমাত্র ছেলে।’ 

স্থানীয় মাহমুদুল হাসান বলেন, আজ সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তার ধারে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সাকিব। পাশেই একটি ইঁদুরের গর্ত ছিল। গর্তে ইঁদুর আছে কি না, তা দেখতে হেঁয়ালির ছলে ভেতরে বাঁ হাত ঢুকিয়ে দেন সাকিব। তখন গর্তে থাকা বিষধর সাপ সাকিবের হাতের তর্জনী আঙুলে কামড় বসিয়ে দেয়। 

মাহমুদুল হাসান আরও বলেন, দ্রুত স্বজনেরা সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় নেওয়ার পথে রাত ১০টার দিকে সাকিবের মৃত্যু হয়। 

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘সাপের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত