Ajker Patrika

সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরায় স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা 

স্বামীকে ভিডিও কলে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শামিমা আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত রোববার উপজেলার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। 

দেড় বছর বয়সী পুত্র সন্তানের জননী শামিমা একই গ্রামের মো. শহিদুল্লাহ শেখের মেয়ে। তিন বছর আগে উপজেলার রঘুনাথপুর গ্রামের সাগর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।’ 

গৃহবধূর বাবা মো. শহিদুল্লাহ শেখ বলেন, ‘রাতে (রোববার) ভাত খেয়ে সবাই নিজ নিজ কক্ষে ঘুমাতে যায়। মধ্যরাতের দিকে তার দেড় বছর বয়সী নাতি সাব্বিরের কান্নার শব্দে পরিবারের সদস্যরা শামিমার কক্ষে যেয়ে আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।’ 

তিনি আরও বলেন, ‘গত কিছুদিন ধরে স্বামীর সঙ্গে শামিমার ঝামেলা চলছিল। ছোট বয়সে মাকে হারানোর পর লালনকারী বৃদ্ধ নানির বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে সাগর দেড় মাস আগে শামিমাকে বাড়ি থেকে বের করে দেয়। একপর্যায়ে প্রায় ১৫ দিন আটকে রাখার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে একমাত্র সন্তানকে শামিমার কাছে পাঠায়।’ 

বৃদ্ধ শহিদুল্লাহর দাবি, ‘ঘরে ঢুকে শামিমাকে নামানোর সময় তার মোবাইল ফোনে ভিডিও কল চলছিল। অপর প্রান্তে থাকা স্বামী সাগর একই সময়ে লাইনে (কলে) থেকে তার মেয়ের গলায় ফাঁস দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করলেও তাদের কল দিয়ে জানাননি।’ 

এ বিষয়ে কথা বলতে সাগর হোসেন ও তার বাবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত