যশোরের মনিরামপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২৪ চক্রে দুস্থ নারীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে দুস্থ অসহায় নারীদের বাদ রেখে এ তালিকায় স্থান পেয়েছে সচ্ছল নারীরা।
এ অভিযোগে উপজেলার কুলটিয়া ইউনিয়নে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসের চাল বিতরণ বন্ধ রয়েছে। তালিকা সংশোধনের জন্য ওই ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমা দত্ত জেলা ও উপজেলা প্রশাসকের দপ্তরসহ নানা দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
রমা দত্তের অভিযোগ, তাঁর ওয়ার্ডে ভিডব্লিউবির নতুন চক্রে ৩৮ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। যার ১৮ টিতে রয়েছে সচ্ছল ব্যক্তির স্ত্রীর নাম। কুলটিয়া ইউপির চেয়ারম্যান ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্যরা টাকার বিনিময়ে এবং স্বজনপ্রীতি করে এসব নাম তালিকাভুক্ত করেছেন।
রমা দত্তের দেওয়া অনিয়মের তালিকায় রয়েছে, ৪ নম্বর ওয়ার্ডের সুইটি হালদার, রিপা হালদার, রীনা দত্ত, রীনা সরকার, ৫ নম্বর ওয়ার্ডের ফিরোজা বেগম, শিউলি খাতুন, কনিকা মণ্ডল, শান্তিলতা, শিল্পী বিশ্বাস, ঝরনা বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডের রাবিয়া বেগম, জেসমিন বেগম, আফরোজা বেগম, রেশমা বেগম, ববিতা বেগম ও রোজিনা বেগমসহ ১৮ জন নারীর নাম।
এ নারীদের অধিকাংশের স্বামী ছাদের পাকা বাড়ি, মাছের ঘের ও ৪-৫ বিঘা জমির মালিক। আবার এমন নাম রয়েছে যাঁরা সরকারের অন্য সুবিধা ভোগ করছেন, এমনটি অভিযোগ ইউপি সদস্য রমা দত্তের।
রমা দত্ত বলেন, ৬ নম্বর ওয়ার্ডের তালিকার জেসমিন বেগমের স্বামী মাহাবুর রহমানের ছাদের বাড়ি ও মাঠে ৫ বিঘা চাষের জমি আছে। আড়সিংগাড়ী গ্রামের রেশমা বেগমের স্বামী শফিকুলের ছাদওয়ালা বাড়ি আছে। পোড়াডাঙা গ্রামের ফিরোজা বেগমের স্বামী তবিবুর রহমানের ছাদের বাড়ি আছে।
রমা আরও বলেন, ‘আমার দেওয়া দুস্থ আরতি শীল, মায়া দত্ত, নাজমা বেগম, শাহীনা খাতুনসহ ১৫ জনের নাম কেটে দেছে। এঁরা সবাই দিন এনে দিন খায়। থাকার ভালো ঘরও নেই।’
এদিকে আজ সোমবার সরেজমিন কথা হয় কুলটিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডবাসীদের সঙ্গে। এ সময় তাঁরা বলেন, ‘কুলটিয়া ইউনিয়নের ৩ ওয়ার্ডে যদি এত অনিয়ম হয় তাহলে পুরো ইউনিয়নের ১২৪ জনের তালিকায় না জানি আরও কত অনিয়ম আছে। নতুন করে পুরো তালিকা যাচাই বাছায়ের দাবি করা হোক।’
এ বিষয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর চন্দ্র বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমার ইউনিয়নে ৭ বছর ফসল হয় না। যাদের ছাদের বাড়ি, মাঠে চাষের জমি আছে। জমি চাষ করতে না পেরে এখন তাঁদের অবস্থা বেশি খারাপ। এ লোকেরা লজ্জায় পারেন না কামলা দিতে, পারেন না মাছ ধরতে। ভাঙা ঘরের লোকজন খেটে খেতে পারছেন। আমার ইউনিয়নে এখন ধনীরা গরিব আর গরিবেরা ধনী হয়েছেন।’
মনিরামপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২৪ চক্রে দুই বছর মেয়াদি বিনা মূল্যে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণের জন্য নতুন ২ হাজার ৭১৭ জন নারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। গেল বছরের নভেম্বরে অনলাইন আবেদনের মাধ্যমে এ তালিকা তৈরির কাজ শুরু হয়। প্রাথমিকভাবে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর তালিকা যাচাই করে প্রতি ইউনিয়ন থেকে কিছু নাম বাদ দেন। পরে বাদ পড়া নামের বিপরীতে নতুন নাম দেন চেয়ারম্যানেরা। অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যানদের দেওয়া সংশোধিত নাম পুনরায় যাচাই না করে তালিকাভুক্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন, ‘ভিডব্লিউবির নতুন চক্রে কুলটিয়া ইউনিয়নের তালিকা প্রাথমিক যাচাই করে ১২৪ জনের নাম চূড়ান্ত হয়েছিল। পরে নারী ইউপি সদস্য রমা দত্ত অভিযোগ করেন তাঁর দেওয়া কোনো নাম চেয়ারম্যান রাখেননি। এখন তালিকা থেকে নাম সংশোধন করে রমা দত্ত নতুন ৯ জনের নাম অন্তর্ভুক্ত করেছেন। আগামীকাল মঙ্গলবার ওই ইউনিয়নে চাল বিতরণ করা হবে।’
মৌসুমি আক্তার আরও বলেন, ‘অন্য ইউনিয়নের চেয়ারম্যানদের দেওয়া তালিকা যাচাইবাছাই করে কিছু নাম বাদ দেওয়া হয়েছিল। পরে আর সংশোধিত নাম যাচাই করা হয়নি।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ভিডব্লিউবি নিয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। তালিকা নিয়ে কোনো ইউনিয়নে অভিযোগ থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২৪ চক্রে দুস্থ নারীর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে দুস্থ অসহায় নারীদের বাদ রেখে এ তালিকায় স্থান পেয়েছে সচ্ছল নারীরা।
এ অভিযোগে উপজেলার কুলটিয়া ইউনিয়নে জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসের চাল বিতরণ বন্ধ রয়েছে। তালিকা সংশোধনের জন্য ওই ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমা দত্ত জেলা ও উপজেলা প্রশাসকের দপ্তরসহ নানা দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
রমা দত্তের অভিযোগ, তাঁর ওয়ার্ডে ভিডব্লিউবির নতুন চক্রে ৩৮ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। যার ১৮ টিতে রয়েছে সচ্ছল ব্যক্তির স্ত্রীর নাম। কুলটিয়া ইউপির চেয়ারম্যান ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্যরা টাকার বিনিময়ে এবং স্বজনপ্রীতি করে এসব নাম তালিকাভুক্ত করেছেন।
রমা দত্তের দেওয়া অনিয়মের তালিকায় রয়েছে, ৪ নম্বর ওয়ার্ডের সুইটি হালদার, রিপা হালদার, রীনা দত্ত, রীনা সরকার, ৫ নম্বর ওয়ার্ডের ফিরোজা বেগম, শিউলি খাতুন, কনিকা মণ্ডল, শান্তিলতা, শিল্পী বিশ্বাস, ঝরনা বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডের রাবিয়া বেগম, জেসমিন বেগম, আফরোজা বেগম, রেশমা বেগম, ববিতা বেগম ও রোজিনা বেগমসহ ১৮ জন নারীর নাম।
এ নারীদের অধিকাংশের স্বামী ছাদের পাকা বাড়ি, মাছের ঘের ও ৪-৫ বিঘা জমির মালিক। আবার এমন নাম রয়েছে যাঁরা সরকারের অন্য সুবিধা ভোগ করছেন, এমনটি অভিযোগ ইউপি সদস্য রমা দত্তের।
রমা দত্ত বলেন, ৬ নম্বর ওয়ার্ডের তালিকার জেসমিন বেগমের স্বামী মাহাবুর রহমানের ছাদের বাড়ি ও মাঠে ৫ বিঘা চাষের জমি আছে। আড়সিংগাড়ী গ্রামের রেশমা বেগমের স্বামী শফিকুলের ছাদওয়ালা বাড়ি আছে। পোড়াডাঙা গ্রামের ফিরোজা বেগমের স্বামী তবিবুর রহমানের ছাদের বাড়ি আছে।
রমা আরও বলেন, ‘আমার দেওয়া দুস্থ আরতি শীল, মায়া দত্ত, নাজমা বেগম, শাহীনা খাতুনসহ ১৫ জনের নাম কেটে দেছে। এঁরা সবাই দিন এনে দিন খায়। থাকার ভালো ঘরও নেই।’
এদিকে আজ সোমবার সরেজমিন কথা হয় কুলটিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডবাসীদের সঙ্গে। এ সময় তাঁরা বলেন, ‘কুলটিয়া ইউনিয়নের ৩ ওয়ার্ডে যদি এত অনিয়ম হয় তাহলে পুরো ইউনিয়নের ১২৪ জনের তালিকায় না জানি আরও কত অনিয়ম আছে। নতুন করে পুরো তালিকা যাচাই বাছায়ের দাবি করা হোক।’
এ বিষয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখর চন্দ্র বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমার ইউনিয়নে ৭ বছর ফসল হয় না। যাদের ছাদের বাড়ি, মাঠে চাষের জমি আছে। জমি চাষ করতে না পেরে এখন তাঁদের অবস্থা বেশি খারাপ। এ লোকেরা লজ্জায় পারেন না কামলা দিতে, পারেন না মাছ ধরতে। ভাঙা ঘরের লোকজন খেটে খেতে পারছেন। আমার ইউনিয়নে এখন ধনীরা গরিব আর গরিবেরা ধনী হয়েছেন।’
মনিরামপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৩-২৪ চক্রে দুই বছর মেয়াদি বিনা মূল্যে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণের জন্য নতুন ২ হাজার ৭১৭ জন নারীর নাম তালিকাভুক্ত করা হয়েছে। গেল বছরের নভেম্বরে অনলাইন আবেদনের মাধ্যমে এ তালিকা তৈরির কাজ শুরু হয়। প্রাথমিকভাবে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর তালিকা যাচাই করে প্রতি ইউনিয়ন থেকে কিছু নাম বাদ দেন। পরে বাদ পড়া নামের বিপরীতে নতুন নাম দেন চেয়ারম্যানেরা। অভিযোগ রয়েছে, ইউপি চেয়ারম্যানদের দেওয়া সংশোধিত নাম পুনরায় যাচাই না করে তালিকাভুক্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার বলেন, ‘ভিডব্লিউবির নতুন চক্রে কুলটিয়া ইউনিয়নের তালিকা প্রাথমিক যাচাই করে ১২৪ জনের নাম চূড়ান্ত হয়েছিল। পরে নারী ইউপি সদস্য রমা দত্ত অভিযোগ করেন তাঁর দেওয়া কোনো নাম চেয়ারম্যান রাখেননি। এখন তালিকা থেকে নাম সংশোধন করে রমা দত্ত নতুন ৯ জনের নাম অন্তর্ভুক্ত করেছেন। আগামীকাল মঙ্গলবার ওই ইউনিয়নে চাল বিতরণ করা হবে।’
মৌসুমি আক্তার আরও বলেন, ‘অন্য ইউনিয়নের চেয়ারম্যানদের দেওয়া তালিকা যাচাইবাছাই করে কিছু নাম বাদ দেওয়া হয়েছিল। পরে আর সংশোধিত নাম যাচাই করা হয়নি।’
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ভিডব্লিউবি নিয়ে কুলটিয়া ইউনিয়ন পরিষদের সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে। তালিকা নিয়ে কোনো ইউনিয়নে অভিযোগ থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
২৭ মিনিট আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩৪ মিনিট আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৪০ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
১ ঘণ্টা আগে