নিজস্ব প্রতিবেদক, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপির কোনো বাধা ও ভাঁওতাবাজি শুনবে না জনগণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আজ শনিবার খুলনার খালিশপুরের ১২ নং ওয়ার্ডের ১ নম্বর বিহারি ক্যাম্পে শেষ মুহূর্তের প্রচারণায় গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপি থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একজন করে সদস্যের মনিটরিং টিম বিএনপির ভোটারদের ভোটদানে বিরত থাকার জন্য উৎসাহিত করবেন। এছাড়া দলীয় কোনো নেতা–কর্মী যদি ভোট দেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির এমন সিদ্ধান্তে চিন্তিত নয় আওয়ামী লীগ বলে জানান তালুকদার আব্দুল খালেক।
তালুকদার আব্দুল খালেক বলেন, সাধারণ মানুষের মধ্যে একধরনের স্বতঃস্ফূর্ততা আছে। তারা বিএনপির এই ভাঁওতাবাজি শুনবে না। মানুষ ভোটকেন্দ্রে যাবে। মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।
এদিকে সকালে খুলনা প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, এই নির্বাচনকে বিতর্কিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে বিএনপিসহ তাঁদের সঙ্গে সম্পৃক্ত দল বা অংশীজনরা অপপ্রচার-বিভ্রান্তি বিশৃঙ্খলার আশ্রয় নিতে পারে। তাই এই বিষয়ে জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান করা হচ্ছে।
কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা তৎপর আছেন। ১৪ দলের নেতা–কর্মীরা যার যার এলাকায় ভোট প্রদানে ভোটারদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৮ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৯ মিনিট আগে