Ajker Patrika

জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের চেষ্টা চলছে: ইসি আহসান

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৩, ২১: ০০
জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের চেষ্টা চলছে: ইসি আহসান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, সামনে জাতীয় নির্বাচনে যাতে সব দলের অংশগ্রহণে আরও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন তার চেষ্টা চলছে। ইতিমধ্যে বিরোধী দলের সর্বোচ্চ নেতাদের চায়ের দাওয়াত দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, কোনো সাড়া মেলেনি। তবে আশা করা হচ্ছে আগামী নির্বাচনে তারা অংশ নেবে। 

বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মো. আহসান হাবিব খান এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পৌর নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালসহ পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 

দীর্ঘ ১২ বছর পর ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট তিনজন মেয়র প্রার্থী ও ৬২ জন কাউন্সিলর প্রার্থী অংশ নেবেন। 

পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়বেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে ফারুক হোসেন উজ্জ্বল ও মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত