Ajker Patrika

গাংনীতে মা ও শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৩, ১০: ১৩
গাংনীতে মা ও শিশুর লাশ উদ্ধার, পরিবারের দাবি বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

মেহেরপুরের গাংনী থেকে মা ও দুই বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ের নাম তাসলিমা খাতুন (৩০) এবং শিশুটির নাম মারিয়া খাতুন। গতকাল মঙ্গলবার রাতে কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে  বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তাসলিমা খাতুনের ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।

তাসলিমা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের মিন্টু আলীর স্ত্রী এবং শরীয়তপুর জেলার সখীপুর থানার টিবলপ গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর মেয়ে।

মিন্টু আলীর মা আকছারন নেছা বলেন, তাসলিমা খাতুন বৈদ্যুতিক সকেট থেকে ফ্যানের চার্জার খুলছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তাসলিমা ও তাঁর কোলে থাকা শিশু মারিয়া খাতুন মারা যায়।

তাসলিমার ভাই দেলোয়ার হোসেন বলেন, ছোট বোন তাসলিমার সঙ্গে ছয় বছর আগে মিন্টু আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাসলিমার ওপর নানা অত্যাচার করত। গত কয়েক দিন আগেও মারধর করেছে।’ কীভাবে মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, তাসলিমা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং শিশু মারিয়ার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রতিবেদন হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত