খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে নানা আয়োজনে চলছে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বিজু সাংগ্রাই ও বৈসু উদ্যাপনে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ।
শোভাযাত্রায় অংশ নিয়ে স্নিগ্ধা চাকমা, সুম্মিতা ত্রিপুরা, পৌষালী ত্রিপুরা নামে কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে একবার আমরা সব ধর্মের মানুষ বৈসাবি শোভাযাত্রায় অংশ নিই। মনেপ্রাণে আমরা এই উৎসবে অংশ নিই।’
খাগড়াছড়ি জেলা পরিষদের বৈসাবি উদ্যাপন কমিটির সদস্য ও মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী বলেন, ‘বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হয়েছে।’
পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বৈসাবি উদ্যাপন কমিটির সদস্যসচিব টিটন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। এর মধ্য দিয়ে পাহাড়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই এই বর্ণিল শোভাযাত্রা আয়োজন করে।’
পরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ডিসপ্লে। এতে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
খাগড়াছড়িতে নানা আয়োজনে চলছে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বিজু সাংগ্রাই ও বৈসু উদ্যাপনে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। বর্ণিল পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ।
শোভাযাত্রায় অংশ নিয়ে স্নিগ্ধা চাকমা, সুম্মিতা ত্রিপুরা, পৌষালী ত্রিপুরা নামে কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, ‘বছরে একবার আমরা সব ধর্মের মানুষ বৈসাবি শোভাযাত্রায় অংশ নিই। মনেপ্রাণে আমরা এই উৎসবে অংশ নিই।’
খাগড়াছড়ি জেলা পরিষদের বৈসাবি উদ্যাপন কমিটির সদস্য ও মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী বলেন, ‘বর্ণাঢ্য শোভাযাত্রায় চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করা হয়েছে।’
পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বৈসাবি উদ্যাপন কমিটির সদস্যসচিব টিটন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় এই সামাজিক উৎসব মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। এর মধ্য দিয়ে পাহাড়ের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই এই বর্ণিল শোভাযাত্রা আয়োজন করে।’
পরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ডিসপ্লে। এতে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এ সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
৪১ মিনিট আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
১ ঘণ্টা আগে