খাগড়াছড়ি প্রতিনিধি
৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, ‘অবরোধ কিন্তু প্রত্যাহার করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমরা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যালোচনা করছি। এর সঙ্গে আমাদের ১৪৪ ধারা জনজীবনে কোনো প্রভাব ফেলছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ১১৪ ধারা জারির বিষয়টি নিয়ে রিকুইজিশন দেবে, তখন আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এর মাধ্যমে সবাই স্বাভাবিক জীবন যেন শুরু করতে পারে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।’
আজ শুক্রবার খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রতি সহিংসতার ঘটনায় সদর উপজেলা এলাকা ও স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমরা এখানে সমন্বিতভাবে কাজ করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে কাজ করছে। মানুষের জীবনে যাতে স্বস্তি ফিরে আসে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেটি ছিল, সেটি যাতে পুনরায় চালু হয়, এর জন্য কাজ করছি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন কার্যক্রম আমরা শুরু করেছি। পুনর্বাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ডিসি বলেন, ‘গুইমারায় তিনজন নিহত হয়েছে। তাদের পরিবারকে জেলা প্রশাসক ও জেলা পরিষদ আর্থিক সহায়তা দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরও সহায়তা করেছি।’
জেলা প্রশাসক আরও বলেন, খেটে খাওয়া মানুষ যেন স্বাভাবিক জীবন ফিরে আসতে পারেন, সে জন্য যাঁরা অবরোধ ডেকেছেন, তাঁরাও এটি সুবিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে অবরোধ প্রত্যাহার করে ঘোষণা দেন।
এ সময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজন রায় চন্দ্র, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির পরিস্থিতি
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল থাকলেও শহরে এর কোনো প্রভাব নেই। ফলে শহরের ব্যবসা-বাণিজ্যসহ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
এর মধ্যে সাজেক গেছেন সাত শতাধিক পর্যটক। খুশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্টরা।
এদিকে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সংগঠনের সভাপতি শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চালানো হচ্ছে। এতে চিকিৎসকসমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।
৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, ‘অবরোধ কিন্তু প্রত্যাহার করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমরা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যালোচনা করছি। এর সঙ্গে আমাদের ১৪৪ ধারা জনজীবনে কোনো প্রভাব ফেলছে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ১১৪ ধারা জারির বিষয়টি নিয়ে রিকুইজিশন দেবে, তখন আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এর মাধ্যমে সবাই স্বাভাবিক জীবন যেন শুরু করতে পারে, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।’
আজ শুক্রবার খাগড়াছড়ি স্টেডিয়ামে সম্প্রতি সহিংসতার ঘটনায় সদর উপজেলা এলাকা ও স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আমরা এখানে সমন্বিতভাবে কাজ করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে কাজ করছে। মানুষের জীবনে যাতে স্বস্তি ফিরে আসে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেটি ছিল, সেটি যাতে পুনরায় চালু হয়, এর জন্য কাজ করছি। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন কার্যক্রম আমরা শুরু করেছি। পুনর্বাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ডিসি বলেন, ‘গুইমারায় তিনজন নিহত হয়েছে। তাদের পরিবারকে জেলা প্রশাসক ও জেলা পরিষদ আর্থিক সহায়তা দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরও সহায়তা করেছি।’
জেলা প্রশাসক আরও বলেন, খেটে খাওয়া মানুষ যেন স্বাভাবিক জীবন ফিরে আসতে পারেন, সে জন্য যাঁরা অবরোধ ডেকেছেন, তাঁরাও এটি সুবিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে অবরোধ প্রত্যাহার করে ঘোষণা দেন।
এ সময় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজন রায় চন্দ্র, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির পরিস্থিতি
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল থাকলেও শহরে এর কোনো প্রভাব নেই। ফলে শহরের ব্যবসা-বাণিজ্যসহ যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে।
এর মধ্যে সাজেক গেছেন সাত শতাধিক পর্যটক। খুশি স্থানীয় পর্যটনসংশ্লিষ্টরা।
এদিকে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট নিয়ে চিকিৎসকদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সংগঠনের সভাপতি শহীদ তালুকদার ও সাধারণ সম্পাদক টুটুল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক ও অগ্রহণযোগ্য অপপ্রচার চালানো হচ্ছে। এতে চিকিৎসকসমাজ গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে নামছে বিএনপি নেতৃত্বাধীন তিস্তা নদী রক্ষা আন্দোলন। ৫, ৯ ও ১৬ অক্টোবর রংপুরসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় পদযাত্রা, গণমিছিল, গণসমাবেশ ও মশাল প্রজ্বালন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। নেতারা বলছেন, এই অঞ্চলের দুই কোটি মানুষের প্রাণের দাবি..
১৬ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোছা. রৌশনারা বেগম (৫০) নামের এক নারীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেন (২১) নামের এক প্রতিবেশী যুবক তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
৩২ মিনিট আগেরাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১ ঘণ্টা আগেবাগেরহাটে দুর্বৃত্তের হামলায় হায়াত উদ্দিন (৪২) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ভোরের চেতনা নামক একটি পত্রিকার রিপোর্টার হিসেবে বাগেরহাটে কাজ করতেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে