যশোর ও মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে যুবদলের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরামপুর পৌর শহরের গরুর হাটখোলা মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছে একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকু পাওয়া যায়। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা হোটেলে বসে যশোর-চুকনগর মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠালে বিচারক এঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার গাংড়া এলাকার আলম খান (৪৮), দুর্গাপুরের শামীমুর রহমান টুটুল (৪৩), উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও খেদাপাড়ার আবু সিনহা (৪৫)। এঁরা চারজনই যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ব্যক্তির দায় দল নেবে না। দলের কঠোর নির্দেশনা রয়েছে, দলে থেকে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।’
গতকাল রাত ১১টায় শুরু হয়ে রাত ১টায় পুলিশের অভিযান শেষ হয়। অভিযানের সময়ে হোটেলের মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে ফয়সাল হুমায়ুন পালিয়ে যান।
আজ শুক্রবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মনিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের একটি কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কক্ষটি থেকে আলম খান, শামীমুর রহমান টুটুল, সাইফুল ইসলাম, আবু সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। পরে একটি মামলা দায়ের করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সন্ত্রাসীরা ওই হোটেলে বসে ডাকাতির পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে আটক করা হয়। তবে হোটেল পরিচালনাকারী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়সাল ও আটক চারজনের বিরুদ্ধে মামলা করে।’
যশোরের মনিরামপুরে যুবদলের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মনিরামপুর পৌর শহরের গরুর হাটখোলা মোড়ে গতকাল বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছে একটি খেলনা পিস্তল ও একটি ধারালো চাকু পাওয়া যায়। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা হোটেলে বসে যশোর-চুকনগর মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠালে বিচারক এঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার গাংড়া এলাকার আলম খান (৪৮), দুর্গাপুরের শামীমুর রহমান টুটুল (৪৩), উপজেলার কদমবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও খেদাপাড়ার আবু সিনহা (৪৫)। এঁরা চারজনই যুবদলের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ব্যক্তির দায় দল নেবে না। দলের কঠোর নির্দেশনা রয়েছে, দলে থেকে কেউ অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।’
গতকাল রাত ১১টায় শুরু হয়ে রাত ১টায় পুলিশের অভিযান শেষ হয়। অভিযানের সময়ে হোটেলের মালিক আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে ফয়সাল হুমায়ুন পালিয়ে যান।
আজ শুক্রবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে মনিরামপুর পৌর শহরে গরুর হাটখোলা মোড়ে রজনী নিবাস হোটেলের একটি কক্ষে যশোর টু চুকনগরগামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় কক্ষটি থেকে আলম খান, শামীমুর রহমান টুটুল, সাইফুল ইসলাম, আবু সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। পরে একটি মামলা দায়ের করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সন্ত্রাসীরা ওই হোটেলে বসে ডাকাতির পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় চারজনকে আটক করা হয়। তবে হোটেল পরিচালনাকারী ফয়সাল হুমায়ুন কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফয়সাল ও আটক চারজনের বিরুদ্ধে মামলা করে।’
মুন্সিগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগে মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
৫ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালের এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেছেন জামায়াতপন্থী এক আইনজীবী। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক শুনানি করে
২৭ মিনিট আগেফরিদপুরের সদরপুরে দুস্থদের মধ্যে ১০ টাকায় এক পিস করে ইলিশ বিতরণের সময় লুটপাটের ঘটনা ঘটেছে। মাছ না পেয়ে হতদরিদ্র অনেকে ক্ষুব্ধ হয়ে ঘেরাও করে রাখেন বিতরণকারীকে। আজ বুধবার দুপুরে উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে