Ajker Patrika

মহাসড়কে প্রাইভেট কারে আগুন: নাশকতার মামলা দায়ের পুলিশের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
ঢাকা-সিলেট মহাসড়কে পুড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-সিলেট মহাসড়কে পুড়ে যাওয়া গাড়ি। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মহাসড়কে নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে গতকাল বুধবার গোপলার বাজার তদন্তকেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর নিবন্ধনহীন পুরোনো প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত