রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণের কাজ করছেন নারীরা। স্থানীয় কৃষকদের সঙ্গে বিঘা হিসেবে চুক্তি করে ধান রোপণের কঠিন কাজ করছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া টেংরা গ্রামে কনকনে শীতের সকালে বোরো ধান রোপণ করছেন একদল নারী। পুরুষদের পাশাপাশি সমান তালে কাঁদামাটিতে ধানের চারা রোপণ করছেন তাঁরা। শীতের পোশাক পরে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ধান রোপণের কাজ করছেন নারীরা।
সাইটালিয়া গ্রামের কৃষক জাকির হোসেনের খেতে ধান রোপণের কাজ করছেন মালা বর্মন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, স্বামীর পাশাপাশি নিজেও কঠিন কাজ করছি। প্রথম প্রথম কঠিন মনে হলেও এখন মনে হয় না। নিজের সংসারের আয়-রোজগার বাড়ানোর জন্য এ কাজ করছি। প্রথমে পুরুষেরা অন্যভাবে চিন্তা করত, এখন আর করে না। পুরুষের পাশাপাশি আমরাও সমান তালে এই কাজ করছি। পুরুষেরা সহযোগিতা করছে, উৎসাহিত করছে বলে লেগে আছি।
তিনি আরও বলেন, এক যুগের বেশি সময় ধরে কৃষিকাজ করছি। ধান রোপণ, ধান কাটা, মাড়াই সবই করতে পারি। এ ছাড়া শাকসবজির খেতে কাজ করা হয়।
আরেক নারী কৃষিশ্রমিক রচনা বর্মন বলেন, ‘আমরা নারীরা কয়েকটি দলে ভাগ হয়ে এই এলাকায় সব ধরনের কৃষিকাজ করে থাকি। বোরো ধান রোপণ করছি ২ হাজার টাকা বিঘা চুক্তিতে। কনকনে শীত উপেক্ষা করে কাজ করছি। কষ্টকে কষ্ট মনে করছি না। আমাদের যে উপার্জন হয়, তা দিয়ে আমাদের সন্তানদের পড়াশোনাও সংসার চলে। পুরুষের সমান কাজ করলেও মজুরি তো কিছু কম পাই। কী করব, তবু পেটের দায়ে করছি।’
রত্না বর্মন বলেন, ‘প্রথম যখন ধান রোপণের কথা শুনি, তখন আমি নিজেই ভাবতাম এটা পুরুষের কাজ। ছয় বছর ধরে এ কাজ করছি। তো এখন তেমন কঠিন মনে হয় না। কষ্ট তো আছেই, যেকোনো কাজই কষ্টের। শুধু ধান রোপণ নয়, এর কিছুদিন পর ধানখেতের আগাছা পরিষ্কার করব আমরা। সারা বছরই চলে কৃষিকাজ। দিন শেষে ৪০০ বা ৫০০ টাকা পাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্না আজকের পত্রিকা বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো বিষয়। আমরা এই কাজকে উৎসাহিত করব।’
তিনি জানান, উপজেলায় এ বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬৬০ হেক্টর জমিতে।
গাজীপুরের শ্রীপুরে কনকনে শীত উপেক্ষা করে বোরো ধান রোপণের কাজ করছেন নারীরা। স্থানীয় কৃষকদের সঙ্গে বিঘা হিসেবে চুক্তি করে ধান রোপণের কঠিন কাজ করছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া টেংরা গ্রামে কনকনে শীতের সকালে বোরো ধান রোপণ করছেন একদল নারী। পুরুষদের পাশাপাশি সমান তালে কাঁদামাটিতে ধানের চারা রোপণ করছেন তাঁরা। শীতের পোশাক পরে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ধান রোপণের কাজ করছেন নারীরা।
সাইটালিয়া গ্রামের কৃষক জাকির হোসেনের খেতে ধান রোপণের কাজ করছেন মালা বর্মন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, স্বামীর পাশাপাশি নিজেও কঠিন কাজ করছি। প্রথম প্রথম কঠিন মনে হলেও এখন মনে হয় না। নিজের সংসারের আয়-রোজগার বাড়ানোর জন্য এ কাজ করছি। প্রথমে পুরুষেরা অন্যভাবে চিন্তা করত, এখন আর করে না। পুরুষের পাশাপাশি আমরাও সমান তালে এই কাজ করছি। পুরুষেরা সহযোগিতা করছে, উৎসাহিত করছে বলে লেগে আছি।
তিনি আরও বলেন, এক যুগের বেশি সময় ধরে কৃষিকাজ করছি। ধান রোপণ, ধান কাটা, মাড়াই সবই করতে পারি। এ ছাড়া শাকসবজির খেতে কাজ করা হয়।
আরেক নারী কৃষিশ্রমিক রচনা বর্মন বলেন, ‘আমরা নারীরা কয়েকটি দলে ভাগ হয়ে এই এলাকায় সব ধরনের কৃষিকাজ করে থাকি। বোরো ধান রোপণ করছি ২ হাজার টাকা বিঘা চুক্তিতে। কনকনে শীত উপেক্ষা করে কাজ করছি। কষ্টকে কষ্ট মনে করছি না। আমাদের যে উপার্জন হয়, তা দিয়ে আমাদের সন্তানদের পড়াশোনাও সংসার চলে। পুরুষের সমান কাজ করলেও মজুরি তো কিছু কম পাই। কী করব, তবু পেটের দায়ে করছি।’
রত্না বর্মন বলেন, ‘প্রথম যখন ধান রোপণের কথা শুনি, তখন আমি নিজেই ভাবতাম এটা পুরুষের কাজ। ছয় বছর ধরে এ কাজ করছি। তো এখন তেমন কঠিন মনে হয় না। কষ্ট তো আছেই, যেকোনো কাজই কষ্টের। শুধু ধান রোপণ নয়, এর কিছুদিন পর ধানখেতের আগাছা পরিষ্কার করব আমরা। সারা বছরই চলে কৃষিকাজ। দিন শেষে ৪০০ বা ৫০০ টাকা পাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বর্না আজকের পত্রিকা বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো বিষয়। আমরা এই কাজকে উৎসাহিত করব।’
তিনি জানান, উপজেলায় এ বছর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৬৬০ হেক্টর জমিতে।
প্রতিবেশী দেশগুলো থেকে চাল আমদানি করা হচ্ছে। রাজধানীসহ দেশের বাজারগুলোয় বেড়েছে সেই চালের সরবরাহ। এতে স্থানীয় বাজারে গত এক সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ৪ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর সেগুনবাগিচা, মানিকনগর, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেরাজশাহীতে খাদ্য বিভাগের বিভিন্ন গুদামে পচা ও নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছে। গত জুন ও জুলাই মাসে চালগুলো গুদামে ঢোকানো হয়েছে। এর মধ্যে সম্প্রতি দুটি গুদামে নিম্নমানের চাল থাকার বিষয়টি জানাজানি হয়। এরপর বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে। তদন্তের সময় গুদামগুলোয় সরবরাহের রেজিস্টার ও পরিদর্শন বহি..
২ ঘণ্টা আগেঝালকাঠির রাজাপুরে একটি এতিমখানায় ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির নাম সাহিত্যিক অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন এতিমখানা। এটির অবস্থান উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে। কাগজ-কলমে প্রতিষ্ঠানটিতে ৩৮ জন শিশু থাকলেও বাস্তব চিত্র অন্যরকম।
২ ঘণ্টা আগেরাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে