শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় এসে দেখি বাসে আগুন জ্বলছে। দ্রুত আহত কয়েকজনকে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে এই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। পরে বাসে উঠে দেখি একজন শিক্ষার্থীর নিথর দেহ পড়ে রয়েছে বাসের ফাঁকা জায়গায়। কয়েকজন মিলে আগুনে পোড়া লাশ নিচে নামাই।’
আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এসব কথা বলছিলেন।
জাকির হোসেন আরও বলেন, ‘কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে পাঠানো হয়। এরপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাসে উঠে দেখি ভেতরে একজনের লাশ পড়ে রয়েছে। কয়েকজন মিলে আগুনে পোড়া সেই লাশ নিচে নামাই।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বৈদ্যুতিক তারে জড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বৈদ্যুতিক তারে জড়িয়ে মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব নামের তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
‘আগুন আগুন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে রাস্তায় এসে দেখি বাসে আগুন জ্বলছে। দ্রুত আহত কয়েকজনকে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে এই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করি। পরে বাসে উঠে দেখি একজন শিক্ষার্থীর নিথর দেহ পড়ে রয়েছে বাসের ফাঁকা জায়গায়। কয়েকজন মিলে আগুনে পোড়া লাশ নিচে নামাই।’
আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জাকির হোসেন এসব কথা বলছিলেন।
জাকির হোসেন আরও বলেন, ‘কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে অটোরিকশাযোগে হাসপাতালে পাঠানো হয়। এরপর পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাসে উঠে দেখি ভেতরে একজনের লাশ পড়ে রয়েছে। কয়েকজন মিলে আগুনে পোড়া সেই লাশ নিচে নামাই।’
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বৈদ্যুতিক তারে জড়িয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের বাস বৈদ্যুতিক তারে জড়িয়ে মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব নামের তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ মিনিট আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
১৬ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে