গাজীপুরের শ্রীপুরে এক নারীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী ঢাকায় থাকার সুযোগে বাড়ি দখলে নিতে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটানো হয়। পরে দুই শিশুসন্তান ও ছোট এক বোনকে নিয়ে বাড়ির সামনে অবস্থান নেওয়া ওই নারীকে মধ্যরাতে এক প্রতিবেশী তাঁদের বাড়ি নিয়ে যান।
গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আয়েশা আক্তার (২৮) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। অভিযুক্ত আফির উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে এই বাড়িতে বাস করছি। এই জমি বন বিভাগের গেজেটভুক্ত। হঠাৎ স্থানীয় আফির উদ্দিন লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমার বাড়ির আসবাব লুটপাট করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে জবরদস্তি করে বাড়ি দখল করে নেয়। আমি দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয়দের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। কাউকে পাশে না পেয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছি। তারা আমার ওপর নজরদারি করছে। আমি খুবই আতঙ্কে আছি।’
খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে একটি কাপড় বিছিয়ে দুই শিশুকন্যা আর ছোট এক বোনকে নিয়ে আয়েশা আক্তার বসে আছেন। দখলকারীদের একটি দল আশপাশে পাহারা দিচ্ছে যাতে তালা ভেঙে তিনি আবার ঘরে ঢুকতে না পারেন। পরে রাত ১টার দিকে এক প্রতিবেশী ওই নারীকে বুঝিয়ে তাঁদের বাড়ি নিয়ে যান।
তবে এ বিষয়ে অভিযুক্ত আফির উদ্দিন বলেন, ‘আমি একজনের কাছ থেকে দানস্বত্ব দলিল মূলে এই বাড়ি কিনেছি।’ সরকারি বনভূমি কীভাবে কিনলেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কাউকে তাঁর ঘর থেকে বের করে দেওয়া অমানবিক কাজ। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে এক নারীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী ঢাকায় থাকার সুযোগে বাড়ি দখলে নিতে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটানো হয়। পরে দুই শিশুসন্তান ও ছোট এক বোনকে নিয়ে বাড়ির সামনে অবস্থান নেওয়া ওই নারীকে মধ্যরাতে এক প্রতিবেশী তাঁদের বাড়ি নিয়ে যান।
গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আয়েশা আক্তার (২৮) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। অভিযুক্ত আফির উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে এই বাড়িতে বাস করছি। এই জমি বন বিভাগের গেজেটভুক্ত। হঠাৎ স্থানীয় আফির উদ্দিন লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমার বাড়ির আসবাব লুটপাট করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে জবরদস্তি করে বাড়ি দখল করে নেয়। আমি দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয়দের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। কাউকে পাশে না পেয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছি। তারা আমার ওপর নজরদারি করছে। আমি খুবই আতঙ্কে আছি।’
খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে একটি কাপড় বিছিয়ে দুই শিশুকন্যা আর ছোট এক বোনকে নিয়ে আয়েশা আক্তার বসে আছেন। দখলকারীদের একটি দল আশপাশে পাহারা দিচ্ছে যাতে তালা ভেঙে তিনি আবার ঘরে ঢুকতে না পারেন। পরে রাত ১টার দিকে এক প্রতিবেশী ওই নারীকে বুঝিয়ে তাঁদের বাড়ি নিয়ে যান।
তবে এ বিষয়ে অভিযুক্ত আফির উদ্দিন বলেন, ‘আমি একজনের কাছ থেকে দানস্বত্ব দলিল মূলে এই বাড়ি কিনেছি।’ সরকারি বনভূমি কীভাবে কিনলেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কাউকে তাঁর ঘর থেকে বের করে দেওয়া অমানবিক কাজ। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
৪ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৮ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩৫ মিনিট আগে