Ajker Patrika

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটেছে। পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করেছে।

টেকনগপাড়া এলাকায় নিহতেরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল থানার পাকুরিয়া এলাকার সালাম মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্ত্যপুর এলাকার বাসিন্দা আবু তায়েব মুন (২৩)।

অন্যদিকে নাওজোর এলাকায় নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর অন্যজনের ৩০ বছর।

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, ‘গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এসআই ফারুক হোসেন আরও বলেন, ‘তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ বছর অন্য জনের ৩০ বছর।’

এ দিকে, গাজীপুর নগরীর বাসন থানার উপপরিদর্শক মো. রোকন মিয়া বলেন, ‘গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলযোগে জাকির হোসেন ও আবু তায়েব মুন ময়মনসিংহের গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
 
এসআই রোকন আরও বলেন, ‘স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত