শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার লতিফপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম এনামুল হক সরকার (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপর শ্রমিক ও আহত দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, এনামুল হক সরকারসহ তাঁর আরও তিনজন জোগালির কাজ শেষে আজ সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের লতিফপুর এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি প্রায় ১৫ গজ দূরে ছিটকে পড়লে এনামুল হক ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাকি তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিকের ভাই শহিদুল্লাহ বলেন, ‘কাপাসিয়া এলাকায় কাজ শেষে ভাইসহ চারজন গাদাগাদি করে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। লতিফপুর আসার পরপরই দুর্ঘটনায় ঘটনাস্থলে ভাইয়ের মৃত্যু হয়েছে। বাকি একজন হাসপাতালে মারা গেছে। তাদের তিনজনের পরিচয় আমরা জানি না। তারা সবাই ভাইয়ের সঙ্গে যোগালি কাজ করতেন।’
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজনকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। একজন যুবক তাকে নিয়ে আসছে সেও তার নামপরিচয় জানাতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মারা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার লতিফপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম এনামুল হক সরকার (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপর শ্রমিক ও আহত দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, এনামুল হক সরকারসহ তাঁর আরও তিনজন জোগালির কাজ শেষে আজ সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের লতিফপুর এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি প্রায় ১৫ গজ দূরে ছিটকে পড়লে এনামুল হক ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাকি তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
নিহত নির্মাণ শ্রমিকের ভাই শহিদুল্লাহ বলেন, ‘কাপাসিয়া এলাকায় কাজ শেষে ভাইসহ চারজন গাদাগাদি করে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। লতিফপুর আসার পরপরই দুর্ঘটনায় ঘটনাস্থলে ভাইয়ের মৃত্যু হয়েছে। বাকি একজন হাসপাতালে মারা গেছে। তাদের তিনজনের পরিচয় আমরা জানি না। তারা সবাই ভাইয়ের সঙ্গে যোগালি কাজ করতেন।’
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজনকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। একজন যুবক তাকে নিয়ে আসছে সেও তার নামপরিচয় জানাতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মারা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ মিনিট আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
১৬ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে