শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে বনভূমির মাটি কাটার অপরাধে দুজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার ভেরামতলি গ্রাম থেকে তাঁদের আটকের পর আদালত এ রায় দেন।
এর আগে ৪ ফেব্রুয়ারি একই অপরাধে তাঁদের মালিকানাধীন ১২টি ডাম্প ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। পরে মুচলেকা দিয়ে সেগুলো ছড়িয়ে নেন তাঁরা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিরুজালি গ্রামের আব্দুল খালেক ব্যাপারীর ছেলে আরিফ হোসেন ব্যাপারী (৪০) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মনজুরুল ইসলাম (২৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।
আদালত সূত্র জানায়, কয়েক ব্যক্তি কিছুদিন ধরে অবৈধভাবে বনভূমি ও ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করে আসছেন। তাতে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। মাটি কাটা হচ্ছে এমন সংবাদে আজ (বৃহস্পতিবার) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে মাটি উত্তোলন, পরিবহনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সেখান থেকে আরিফ হোসেন ব্যাপারী ও মনজুরুল ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক)-এর (খ)/১৫ (১) ধারায় তাঁদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মাটি বহনকারী একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল আজকের পত্রিকাকে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের শ্রেণি পরিবর্তনের কোনো অনুমতি না থাকলেও তাঁরা সেখান থেকে মাটি কাটছিলেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় জনকে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বা
২৩ মিনিট আগেরাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, গতকাল শুক্রবার তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সুইটি এই ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন বলে...
১ ঘণ্টা আগেরাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল থানার আমবাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধলাই সেতুর নিচ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে