ফরিদপুর প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজ নোটিশের জবাব দেননি ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ। তবে, তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের পেশকার মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী জাফর উল্যাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত সময় চেয়েছেন। আজ দুপুরে আকরামুজ্জামান রাজা নামে তাঁর একজন প্রতিনিধি কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছেন।’
আকরামুজ্জামান রাজা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফর উল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফর উল্যাহ সাহেবের সভা (মিটিং) থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কত দিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে।’
এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
পরে তাঁকে নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর বিধি ১১ (ক) এবং বিধি ৬ (খ) ও ৬ (গ) লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেন ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী। নোটিশে তাঁকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শোকজ নোটিশের জবাব দেননি ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহ। তবে, তিনি প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দেওয়ার জন্য নির্বাচন অনুসন্ধানী কমিটির কাছে সময় চেয়েছেন বলে জানা গেছে।
ফরিদপুর জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ ২ নম্বর আদালতের পেশকার মো. শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাজী জাফর উল্যাহ শোকজের জবাব দেওয়ার জন্য আগামী শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত সময় চেয়েছেন। আজ দুপুরে আকরামুজ্জামান রাজা নামে তাঁর একজন প্রতিনিধি কোর্টে এসে দরখাস্তের মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেছেন।’
আকরামুজ্জামান রাজা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাজী জাফর উল্যাহর অনুসারী হিসেবে পরিচিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কাজী জাফর উল্যাহ সাহেবের সভা (মিটিং) থাকায় আসতে পারেননি। তার প্রতিনিধি হিসেবে আমি কোর্টে গিয়ে সময় চেয়েছি। কত দিন সময় চেয়েছি সেটা বলা যাবে না, টেকনিক্যাল কারণ আছে।’
এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
পরে তাঁকে নির্বাচনী আচরণবিধি ২০০৮ এর বিধি ১১ (ক) এবং বিধি ৬ (খ) ও ৬ (গ) লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেন ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী। নোটিশে তাঁকে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বর্তমানে সুশাসন, অর্থনীতি ও নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও কার্যকর নীতির সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে যুগোপযোগী নীতি প্রণয়ন
২ মিনিট আগেগত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৭ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩৪ মিনিট আগে