Ajker Patrika

ফরিদপুরে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
গাছের সঙ্গে ধাক্কা লাগা ট্রাক। ছবি: আজকের পত্রিকা
গাছের সঙ্গে ধাক্কা লাগা ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে চালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা তাঁর সহযোগী মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই একটি ট্রাক মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা লাগে এবং ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও সহযোগী ঘটনাস্থলেই নিহত হন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে লাশ দুটি হাইওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী সড়ক দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত