বিরল (দিনাজপুর) প্রতিনিধি
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত একইভাবে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোটা প্রথা বাদ দিয়েছিলেন।
আজ শনিবার দিনাজপুরের বাসুনিয়াপট্টি জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে তলাবিহীন ঝুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই কর্মকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে। এর সঙ্গে জামায়াত-বিএনপির এবং ইউনূস গংরা জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন।
১৮ জুলাই (বৃহস্পতিবার) কোটাবিরোধী আন্দোলনের সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ক্ষতিগ্রস্ত ওইসব দেখতে যান প্রতিমন্ত্রী।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত একইভাবে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোটা প্রথা বাদ দিয়েছিলেন।
আজ শনিবার দিনাজপুরের বাসুনিয়াপট্টি জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে তলাবিহীন ঝুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই কর্মকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে। এর সঙ্গে জামায়াত-বিএনপির এবং ইউনূস গংরা জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন।
১৮ জুলাই (বৃহস্পতিবার) কোটাবিরোধী আন্দোলনের সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ক্ষতিগ্রস্ত ওইসব দেখতে যান প্রতিমন্ত্রী।
খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১২ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
১৬ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে জাকু মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
২৪ মিনিট আগেকিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগে