Ajker Patrika

ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত হলেও আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭: ১৮
ওমিক্রন আক্রান্ত দুজন শনাক্ত হলেও আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে দুজন কোভিডের ওমিক্রন ধরন দ্বারা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেও এখনই আতঙ্কের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। 

আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারত সরকারের গ্যাসপ্লান্ট উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গতকাল দুই ব্যক্তি ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা ভালো আছেন। এতে আতঙ্কের কোনো কারণ নেই। সবাইকে সতর্ক থাকতে হবে; স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

জাহিদ মালেক বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান, এই ডিসেম্বরে বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করার সব ব্যবস্থা করে ফেলেছি। সেই সঙ্গে মুজিববর্ষও পালন করছি। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এ ছাড়া ভারত স্বাধীনতার সময়ও সকলভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সন্ত্রাস, দুর্নীতি, ব্যবসা-বাণিজ্যে বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।’ 

কোভিড পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত কোভিডের বিভিন্ন ভেরিয়্যান্ট আসছে। আমরা এর তৃতীয় ওয়েভ চাচ্ছি না। আমরা চাই দ্বিতীয় ওয়েভেই এর সমাপ্তি হোক।’ 

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশে স্থাপন করা ভারতের উপহার দেওয়া অক্সিজেন প্ল্যান্ট ও বহির্বিভাগের শিশু চিকিৎসা কর্নার উদ্বোধন করেন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। শিশু কর্নার উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘ঢাকায় একটি বড় মা ও শিশু হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সারা দেশেও মা ও শিশু হাসপাতাল করা হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামীর দেশ গড়বে।’ 

অনুষ্ঠানে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, বাংলাদেশের সব ক্রান্তিকালে ভারত পাশে এসে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় তারা দুটি অক্সিজেন প্ল্যান্ট উপহার দিয়েছে। এর একটি ঢাকা মেডিকেলে স্থাপন করা হয়েছে। এটি পরীক্ষামূলকভাবে অক্সিজেন সাপ্লাইও দিচ্ছে। মিনিটে ৯৬০ লিটার অক্সিজেন সরবরাহে সক্ষম এ প্ল্যান্ট। এর মাধ্যমে কোভিড রোগীদের আরও ভালো চিকিৎসা দেওয়া যাবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, পর্যায়ক্রমে জেলা হাসপাতালগুলোতেও এই অক্সিজেন প্ল্যান্ট করা হবে। এরই মধ্যে ৩০টি এসেছে, আরও ৪০টি আসবে। ফলে তরল অক্সিজেনের ওপর নির্ভরশীলতা কমবে। 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘মৈত্রী দেশ হিসেবে ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে থাকবে। ভারত ও বাংলাদেশ পরিবারের মতো।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা, ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আশরাফুল আলমসহ হাসপাতালটির চিকিৎসক ও নার্সরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত