Ajker Patrika

বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি ২৪ লাখ টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার বিমানবন্দরে আগত বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা উড়োজাহাজ থেকে এসব উদ্ধার করা হয়। 

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের ওয়াশ রুম থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকা।’ 

বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের টয়লেট থেকে উদ্ধার করা স্বর্ণের বারএই কর্মকর্তা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বিমানবন্দরে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৮ ফ্লাইটের আকাশবীণা বিমানে স্বর্ণ চোরাচালান হবে এমন তথ্য পাওয়া যায়। পরে প্রথমে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। তারপর আকাশবীণা বিমানে প্রবেশ করে ওয়াশ রুম থেকে বিশেষভাবে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

ডিসি আহমেদুর রেজা চৌধুরী বলেন, এ ঘটনায় শুল্ক আইনে এবং বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত