Ajker Patrika

শ্রীপুরে ছাগল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২৫ 

শ্রীপুরে ছাগল নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২৫ 

গাজীপুরের শ্রীপুরে ছাগল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাতেই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন, লিটন (৪০), রিপন (৩৭), স্বপন (৩৫), মোহন (৩৩), রাসেল (৩২), আলী হোসেন (৩৩), রোকসানা (২৮), পলাশ (৪০), আকাশ (২৮), শ্রাবণ (১৭), দীনা (৩৬), সিরাতুন্নেছা (৬০), আল আমীন (৩২), মোহন (১৬), রিয়া (২০), রেশমা (১৫), সাবানা (৬০), আছমা (৩০), রাতুল (১৫), কবির (৩৫), মাইনুদ্দিন (৩৩), মোহন (৩৫), পলাশ (১৪) ও আল আমীন (৩৩)। গুরুতর আহত লিটন ও রিপনকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মোহন বলেন, ‘প্রতিবেশী শিবার ছাগল প্রায় সময় ফসল খেয়ে ফেলত। গতকালও খেতের লাউ খায়। এ নিয়ে স্বপনের সঙ্গে শিবার কথা-কাটাকাটি হয়। ওই ক্ষোভে রাত সাড়ে ৮টার দিকে শিবা প্রায় শতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে ঘিরে ফেলে। এ সময় শিবার ভাড়া করা লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে নারী শিশুসহ কমপক্ষে ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে আহত করে।’

এ সময় দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ৯ জনসহ দুপক্ষের ২৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে শিবা বলেন, স্বপনের লোকজন তাঁদের পিটিয়ে আহত করেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিনা জানান, রাতে পাইটাল বাড়ি গ্রামে সংঘর্ষে আহত ২৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে গাজীপুরে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, ‘দুপক্ষের সংঘর্ষের বিষয়ে জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত