Ajker Patrika

সাভারে ঢাকাগামী যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা
ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের আমিনবাজারে তল্লাশি চৌকি বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি করছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাত থেকে এই তল্লাশি চালানো হচ্ছে। আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের আহ্বান করা সমাবেশের আগে এ তল্লাশি চালানো হলেও পুলিশ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে । কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত ১০টার দিকে যৌথ বাহিনী গাবতলী সেতুর ঢালে আমিনবাজারে অবস্থান নেয়। এরপর থেকে ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

আজ রোববার সকাল থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তল্লাশি চৌকির আশপাশে মিছিল করতে দেখা যায়।

সাভার থানার পরিদর্শক আবদুল্লাহ বিশ্বাস বলেন, ‘কোনো বিশেষ কারণে নয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এই কার্যক্রম আজ বিকেল পর্যন্ত চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত