Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৬: ৪৪
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় খালিদ হাসান জোসেফ (২৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত জোসেফ সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, খালিদ হাসান মোটরসাইকেলে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন বলেন, মোটরসাইকেলচালককে ধাক্কা দিয়েই অজ্ঞাত ওই যানবাহন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত