নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলমান ‘শাটডাউন কর্মসূচি’ শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। তবে পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু সেশনজটের একটা বিষয় আছে, তাই আপাতত আমরা ক্লাস কার্যক্রম অব্যাহত রাখব ও ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু ক্লাস কার্যক্রম ছাড়া আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন, ফরম পূরণ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেগুলো বর্জন করব।
গত ২৯ এপ্রিল দেশের বেশির ভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।
গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাঁদের তরফ থেকে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত ২২ এপ্রিল বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।
দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলমান ‘শাটডাউন কর্মসূচি’ শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। তবে পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু সেশনজটের একটা বিষয় আছে, তাই আপাতত আমরা ক্লাস কার্যক্রম অব্যাহত রাখব ও ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু ক্লাস কার্যক্রম ছাড়া আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন, ফরম পূরণ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেগুলো বর্জন করব।
গত ২৯ এপ্রিল দেশের বেশির ভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।
গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাঁদের তরফ থেকে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত ২২ এপ্রিল বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে দুর্ঘটনার হটস্পটে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার অংশে গত এক মাসে এই গুরুত্বপূর্ণ সড়কে অন্তত ২১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬ জন, আহত হয়েছেন অন্তত ৩৬ জন।
৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগেযশোরের কেশবপুরে মামার মরদেহ সৎকার শেষে বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলতাপোল তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর পৌরসভার সাহাপাড়া খ্রিষ্টান মিশনারির বাসিন্দা জোহন সিংহ (৫৫) ও সুভাষ সরকার (৬৫)।
৪১ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে কাথুলী ইউনিয়নের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে