Ajker Patrika

পলিটেকনিকের ‘শাটডাউন’ কর্মসূচি শিথিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ সম্মেলনে ‘শাটডাউন কর্মসূচি’ শিথিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে ‘শাটডাউন কর্মসূচি’ শিথিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলমান ‘শাটডাউন কর্মসূচি’ শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। তবে পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা।

আজ বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু সেশনজটের একটা বিষয় আছে, তাই আপাতত আমরা ক্লাস কার্যক্রম অব্যাহত রাখব ও ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু ক্লাস কার্যক্রম ছাড়া আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন, ফরম পূরণ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেগুলো বর্জন করব।

গত ২৯ এপ্রিল দেশের বেশির ভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।

গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাঁদের তরফ থেকে।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত ২২ এপ্রিল বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত