প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:
শিবচর (মাদারীপুর): শিবচরের কাঁঠালবাড়িতে স্পিডবোট দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত রয়েছে জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী ও ফায়ারসার্ভিস কর্মীরা। বাল্কহেডের সঙ্গে দ্রুতগামী যাত্রীবোঝাই স্পিডবোটটির মারাত্মক সংর্ঘষ হয়। ধারণা করা হচ্ছে, এতে মাথায় আঘাত পাওয়ার কারণেই বেশি মানুষ মারা গেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ জন যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির ধাক্কা লেগে তলিয়ে যায়। স্পিডবোটটি দ্রুতগতির হওয়ায় বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান একজন। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় উদ্ধারকারী মনির ফকির বলেন, ভোর ৬টার দিকে নদীর পাড়ে এসে দেখি স্পিডবোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আট বছর বয়সী একটি মেয়েকে জীবিত উদ্ধার করি। এছাড়া যে লাশগুলো উদ্ধার করেছি তার বেশিরভাগই মাথায় আঘাত লেগে রক্তাক্ত ছিল।
জাহাঙ্গীর নামে স্থানীয় এক ডুবুরি বলেন, স্পিডবোটটি দ্রুত গতিতে এসে বাল্কহেডের সাথে ধাক্কা দেওয়ার কারণেই যাত্রীরা মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
আব্দুল করিম নামের স্থানীয় এক যুবক বলেন, নদীর পাড়ে নোঙর করে রাখা বালুবাহী ট্রলারের সাথে স্পিডবোটটির ধাক্কা লাগার কথা নয়। সম্ভবত চালকের চোখে ঘুম ছিল। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক বাল্কহেডের এক কর্মচারী বলেন, ভোর ৬টার আগে হঠাৎ করেই বিকট শব্দে স্পিডবোটটি বাল্কহেডের উপর আছড়ে পড়ে। অথচ স্পিডবোটটি নদীর মাঝ বরাবর যাওয়ার কথা ছিল।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, নিহতদের অনেকেই মাথায় আঘাত পেয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত আছে। আরো কেউ নিঁখোজ রয়েছে কিনা খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন:
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে