নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের।
গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)।
তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’
জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’
ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের।
গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)।
তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’
জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’
যশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
৭ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে শ্বশুর-জামাই হত্যাকাণ্ডের এজাহার ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও মামলার কাগজে তার প্রতিফলন নেই। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ‘পুলিশ ইচ্ছে করেই মনগড়া তথ্য যুক্ত করে মামলা সাজিয়েছে, যাতে প্রকৃত দায়ীদের আড়াল করা যায়।’
২৫ মিনিট আগেসিলেট মহানগর আমির আরও বলেন, দুদকের বরাতে প্রকাশিত একটি দৈনিকের সংবাদে দুই জামায়াত নেতাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম আছে—এর কোনো সত্যতা কোনো গণমাধ্যম পায়নি, কেবল ওই পত্রিকাই পেয়েছে।
২৭ মিনিট আগেরাশিদুল আলম বলেন, ‘আমাদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রম আজ শেষ হয়েছে। জাকসু এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট ৮১৩টি মনোনয়নপত্র আমাদের কাছ থেকে শিক্ষার্থীরা সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্য থেকে ৭৪০ শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা আজ থেকেই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু করব।’
৩৫ মিনিট আগে