Ajker Patrika

সাভারে রাতের আঁধারে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে স্থাপনা নির্মাণ, আটক ৪ 

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৮: ৪৮
সাভারে রাতের আঁধারে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে স্থাপনা নির্মাণ, আটক ৪ 

ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের। 

গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)। 

তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। 

জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’ 

জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’ 

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত