Ajker Patrika

নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি গ্যালমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল রুবেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল। ছবি: সংগৃহীত
নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সভাপতি বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল। ছবি: সংগৃহীত

‎ঢাকায় কর্মরত নরসিংদীর সাংবাদিকদের সংগঠন নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি গ্যালমান শফি ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল।‎

‎আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা পার্কের ইউরো এশিয়ানো রেস্টুরেন্টে সংগঠনের এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মনির হোসেন লিটন।

‎দুই বছর মেয়াদি নতুন এই আংশিক কমিটিতে সহসভাপতি মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ হাসান, যুগ্ম সম্পাদক বিটিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার মিয়া হোসেন, অর্থ সম্পাদক দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার নাসরিন গীতি, দপ্তর সম্পাদক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক রাসেল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি হাসান মোল্লা।

‎এই কমিটি শিগগির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানান মনির হোসেন লিটন। এ সময় নতুন এই কমিটির উপদেষ্টাদের নামও ঘোষণা করেন তিনি। কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত হন শাহজাহান সরদার, স্বপন কুমার সাহা, কার্তিক চ্যাটার্জি, ড. আব্দুল হাই সিদ্দিক, শাহেদ চৌধুরী, মনির হোসেন লিটন, আমিনুল ইসলাম শাহীন ও মনিরুল ইসলাম।‎

‎এর আগে বেলা ১১টায় ফলসহযোগে শ্রাবণ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাইদা নাইম জাহান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব (যুগ্ম সচিব) নজরুল ইসলাম সরকার, রাজউকের পরিচালক মনিরুল হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মো. নাসের রিকাবদারসহ নরসিংদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।‎

‎পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে নব্বইয়ের দশকে সংগঠনটি যাত্রা শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত