Ajker Patrika

স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, একটা ভোটও কেউ চুরি করতে পারবে না: কাদের সিদ্দিকী 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন, একটা ভোটও কেউ চুরি করতে পারবে না: কাদের সিদ্দিকী 

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘গত পরশুদিন আমি হোম মিনিস্টারকে (স্বরাষ্ট্রমন্ত্রী) জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন, আপনি আমাদের বড় ভাই, দেখবেন একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। আমি তাঁকে বিশ্বাস করেছি।’ 

আজ বুধবার টাঙ্গাইল সখীপুরের বড়চওনা ইউনিয়নের দেবরাজ বাজারে নির্বাচনী এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘কয়েক দিন আগে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় নির্বাচন হয়েছে। ওই সময় নির্বাচন কমিশনার বলেছিলেন–ভোট চুরি হবে না, প্রশাসনও বলেছিল ভোট চুরি হবে না, সেখানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার গামছার প্রার্থী বিজয়ী হয়েছে।’ 

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি চাইব, আপনারা আমার গামছা মার্কায় ভোট দেন। যদি না দেন; আমি তাহলেও বলব-আমার চাওয়া হচ্ছে ভোটারেরা যেন নিরাপদে ইচ্ছামতো ভোট দিতে পারেন।’ 

সখীপুরের বড়চওনায় পথসভায় বক্তব্য দেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীরা নাকি নৌকা মার্কা (প্রতীক) পেলেই জিতে যায়, আমার চাওয়া হচ্ছে–মার্কা পেলেই জেতা যাবে না। কাজ করতে হবে, মানুষকে সম্মান করতে হবে।’ 

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘২০১৮ সালে নির্বাচনে চুরি করার কারণে আমরা আর নির্বাচনে যাই নাই। কিন্তু সেদিন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন–আমি চুরি চাই না, নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার করা হোক এটা আমি তা চাই না। আমি এই কথা বিশ্বাস করেছি। বঙ্গবন্ধু কন্যা আমার বোন শেখ হাসিনা এ কথা বলার পরেও যদি ভোট চুরি হয়, তবে এটি সম্পূর্ণ তাঁর দোষ।’ 

এ সময় পথসভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মিজানুর রহমান, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৭ জুলাই সখীপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে বড়চওনা, হাতীবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত