Ajker Patrika

ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৫
ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন সম্ভব না। ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রত্যেকটা বিভাগে ও জেলায় সভা-সমাবেশ করছে। ঢাকার রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি আপনারা করবেন, কিন্তু মানুষের কোনো অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না। এটা হলে পুলিশ আইন প্রয়োগ করবে—এটাই স্বাভাবিক।’

‘হ্যালো পুলিশ’ সেবার মতো ব্যতিক্রমী কার্যক্রম মানিকগঞ্জের মতো সারা দেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মন্ত্রী হিসেবে না, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একবাক্যে স্বীকার করবেন, পুলিশ ভালো কাজ করছে।’

মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।হ্যালো পুলিশ মানিকগঞ্জ কার্যক্রমের উদ্বোধন শেষে সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সমাবেশে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবেন। বঙ্গবন্ধুকে হত্যার পর একটা সময় ছিল “জয় বাংলা” ধ্বনিকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আজ জয় বাংলা স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা এখন মরেও শান্তি পাব।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘একটি সময় ডিজিটাল বাংলাদেশ কথা যখন প্রধানমন্ত্রী বলেছিলেন, তখন অনেকেই এটাকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত