Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৯: ১৯
নিখোঁজের ৩ দিন পর বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের তিন দিন পর ঝর্ণা বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝর্ণা বেগম ওই এলাকার মৃত হাকিম আলী মুন্সির মেয়ে ও নড়াইল জেলার খোকন বিশ্বাসের স্ত্রী। ঝর্ণা বেগম শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বাবার বাড়িতে স্বামী খোকন বিশ্বাসকে নিয়ে থাকতেন ঝর্ণা বেগম। এর আগে তাঁর আরও একাধিক বিয়ে হয়। সেখানে দুই সন্তান রয়েছে। তবে আগের সংসার ভেঙে যায় তাঁর। পরে কাজের সূত্র ধরেই পরিচয় হয় খোকন বিশ্বাসের সঙ্গে। তাঁর সঙ্গে বিয়ের বিয়ের পরেই বাবার বাড়িতেই থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারধর চলত পরস্পরের মধ্যে।

এদিকে গত মঙ্গলবার থেকে ঝর্ণা বেগম নিখোঁজ হন। এর পর থেকে তাঁর পরিবার খোঁজ করতে থাকেন। এরপর আজ বাড়ির পাশের বাঁশবাগান থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঝর্ণার অর্ধগলিত মরদেহের সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে। এদিকে কয়েক দিন ধরেই স্বামী খোকনের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে নিহতের পরিবার জানান।

নিহতের ছেলে শফিকুল বলেন, ‘আমি ঢাকা থাকি। এদিকে খোকন বিশ্বাস কয়েক দিন ধরে পলাতক রয়েছেন। আমি মায়ের হত্যার বিচার চাই।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে থেকে মরদেহটি ওখানে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছি। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত