ঢামেক প্রতিবেদক
কাজ খুঁজতে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহআলম (২৬) নামে এক যুবক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কারওয়ান বাজার শুঁটকিপট্টি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ।
আজ বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘গত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনি এক্সপ্রেস নামে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
এসআই আরও জানান, ওই যুবক মগবাজার স্বাধীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাবুর্চির কাজ করত। ওই হোটেলেই থাকত। কিছুদিন আগে হোটেলটি বন্ধ হয়ে যায়। এর পর থেকে অন্যত্র কাজ খুঁজতে থাকেন তিনি। গতকাল রাতে কাজ খুঁজতেই বের হয়। পরে কারওয়ান বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় মারা যায়।
মৃত শাহআলমের ভাই জাহাঙ্গীর আলম জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামে। বাবার নাম আনোয়ার উল্লাহ। চার ভাই, দুই বোনের মধ্যে শাহআলম ছিল চতুর্থ। শাহআলমের স্ত্রী মাসুমা আক্তার দুই মেয়েকে নিয়ে গ্রামে থাকে। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘মগবাজারের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন শাহআলম। কয়েক দিন আগে মালিক হোটেল বন্ধ করে দেন। এর পর থেকে অন্য জায়গায় কাজ খুঁজছিলেন। গতকালকেও কাজ খুঁজতে বের হন। পরে পুলিশের মাধ্যমে খবর পাই শাহআলম ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আজ সকালে ঢাকায় এসে শাহআলমের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাই।’
কাজ খুঁজতে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহআলম (২৬) নামে এক যুবক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কারওয়ান বাজার শুঁটকিপট্টি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ।
আজ বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, ‘গত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনি এক্সপ্রেস নামে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি এবং বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
এসআই আরও জানান, ওই যুবক মগবাজার স্বাধীন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বাবুর্চির কাজ করত। ওই হোটেলেই থাকত। কিছুদিন আগে হোটেলটি বন্ধ হয়ে যায়। এর পর থেকে অন্যত্র কাজ খুঁজতে থাকেন তিনি। গতকাল রাতে কাজ খুঁজতেই বের হয়। পরে কারওয়ান বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় মারা যায়।
মৃত শাহআলমের ভাই জাহাঙ্গীর আলম জানান, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামে। বাবার নাম আনোয়ার উল্লাহ। চার ভাই, দুই বোনের মধ্যে শাহআলম ছিল চতুর্থ। শাহআলমের স্ত্রী মাসুমা আক্তার দুই মেয়েকে নিয়ে গ্রামে থাকে। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা।
জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘মগবাজারের একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন শাহআলম। কয়েক দিন আগে মালিক হোটেল বন্ধ করে দেন। এর পর থেকে অন্য জায়গায় কাজ খুঁজছিলেন। গতকালকেও কাজ খুঁজতে বের হন। পরে পুলিশের মাধ্যমে খবর পাই শাহআলম ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আজ সকালে ঢাকায় এসে শাহআলমের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাই।’
মৌলভীবাজারের জুড়ী উপজেলা বাজারের বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় সেখানকার ব্যবসায়ীরা প্রতিদিন পাশের জুড়ী নদীতে ফেলেন ময়লা-আবর্জনা। এসব বর্জ্য কোনো বাধা ছাড়াই গিয়ে পড়ছে দেশের সর্ববৃহৎ হাকালুকি হাওরে। এতে যেমন নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, তেমনি বৈশিষ্ট্য হারাচ্ছে হাওর।
৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর ও পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
৩৯ মিনিট আগেশরীয়তপুরের জাজিরায় খবির সরদার (৫৫) নামের এক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের নয়াবাজারসংলগ্ন ওমরদি মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে বিজিবি সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। পরে ঘটনাস্থল থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ৮টি ম্যাগাজিন ও ৫০৭টি গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খরের দ্বীপ থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব
২ ঘণ্টা আগে