প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সাটুরিয়ায় গণ টিকা প্রদানে বাঁধা ও স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তারের সঙ্গে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে অসদাচরণ করার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তার। এদিকে সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টিকা কার্যক্রম সমন্বয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণ টিকা কেন্দ্রে। সকাল থেকে গণ টিকার কার্যক্রম চলাকালীন সময়ে সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন পাত্তা ওই কেন্দ্রে টিকা নিতে যান। তাঁকে স্বাস্থ্যকর্মী সুবর্ণা টিকা দিতে গেলে তিনি বাধা দেন। এই টিকা নেবেন না। তাঁকে নতুন টিকার বোতল থেকে টিকা নিয়ে দিতে হবে। কেন টিকা নেবেন না, স্বাস্থ্যকর্মী জানতে চাইলে সে বলে সিরিঞ্জের ভেতর পানি না টিকা আমি তা জানি না। এটা নেব না। আমাকে নতুন বোতল থেকেই তুলে টিকা দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে প্রায় ১ ঘণ্টা গণ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকে। একপর্যায়ে স্বাস্থ্যকর্মীকে গালিগালাজ ও হুমকি দেন তিনি।
সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন বলেন, টিকা দেওয়ার কথা একজন ডাক্তারের। কিন্তু এখানে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আমি বলেছি আমাকে নতুন বোতল থেকে নিয়ে টিকা দিতে হবে। তিনি আরও বলেন, সিরিঞ্জের ভেতরে আগে ঢোকানো ভ্যাকসিন না, পানি আমি দেখি নাই। তাই টিকা দিতে বাধা দিয়েছি।
সাফুল্লি কেন্দ্রের দায়তব অফিসার ও উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, সাবেক ওই ইউপি সদস্য আক্তার হোসেন পাত্তা সরকারি কাজে বাধা দিয়ে গণ টিকা কার্যক্রম ব্যাহত করেছে। সে সরকার বিরোধী কথাবার্তাও বলেছেন। এ ছাড়া ওই দুই স্বাস্থ্যকর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, গণ টিকা প্রদানে বাধা দেওয়ার লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি কাজে বাধা ও টিকা কার্যক্রম ব্যাহত করার বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে অবহিত করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় গণ টিকা প্রদানে বাঁধা ও স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তারের সঙ্গে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে অসদাচরণ করার অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই স্বাস্থ্য সহকারী সুবর্ণা আক্তার। এদিকে সাবেক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টিকা কার্যক্রম সমন্বয় কমিটিকে সুপারিশ করা হয়েছে।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের সাফুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণ টিকা কেন্দ্রে। সকাল থেকে গণ টিকার কার্যক্রম চলাকালীন সময়ে সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন পাত্তা ওই কেন্দ্রে টিকা নিতে যান। তাঁকে স্বাস্থ্যকর্মী সুবর্ণা টিকা দিতে গেলে তিনি বাধা দেন। এই টিকা নেবেন না। তাঁকে নতুন টিকার বোতল থেকে টিকা নিয়ে দিতে হবে। কেন টিকা নেবেন না, স্বাস্থ্যকর্মী জানতে চাইলে সে বলে সিরিঞ্জের ভেতর পানি না টিকা আমি তা জানি না। এটা নেব না। আমাকে নতুন বোতল থেকেই তুলে টিকা দিতে হবে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে প্রায় ১ ঘণ্টা গণ টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকে। একপর্যায়ে স্বাস্থ্যকর্মীকে গালিগালাজ ও হুমকি দেন তিনি।
সাবেক ইউপি সদস্য মো. আক্তার হোসেন বলেন, টিকা দেওয়ার কথা একজন ডাক্তারের। কিন্তু এখানে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আমি বলেছি আমাকে নতুন বোতল থেকে নিয়ে টিকা দিতে হবে। তিনি আরও বলেন, সিরিঞ্জের ভেতরে আগে ঢোকানো ভ্যাকসিন না, পানি আমি দেখি নাই। তাই টিকা দিতে বাধা দিয়েছি।
সাফুল্লি কেন্দ্রের দায়তব অফিসার ও উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান বলেন, সাবেক ওই ইউপি সদস্য আক্তার হোসেন পাত্তা সরকারি কাজে বাধা দিয়ে গণ টিকা কার্যক্রম ব্যাহত করেছে। সে সরকার বিরোধী কথাবার্তাও বলেছেন। এ ছাড়া ওই দুই স্বাস্থ্যকর্মীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ বলেন, গণ টিকা প্রদানে বাধা দেওয়ার লিখিত অভিযোগ আমি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি কাজে বাধা ও টিকা কার্যক্রম ব্যাহত করার বিষয়টি সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে অবহিত করা হয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মুসা খন্দকারকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এলিনা আক্তার মামলার রায় ঘোষণা করেন।
২ মিনিট আগেঅফিস আদেশে এসব কর্মকর্তা-কর্মচারীর সাম্প্রতিক কর্মকাণ্ডে শৃঙ্খলাবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়। এর আগে ৮ মে এনপিসিবিএলের দাপ্তরিক আদেশে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
২ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলা উপজেলা মগড়া নদী থেকে এক বৃদ্ধা ও তাঁর নাতনির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বের হয়েছিলেন। আজ বুধবার সকালে নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।
৪ মিনিট আগেনাটোরের লালপুরে শিবমন্দিরে পূজা উদ্যাপনের সময় উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী আলিউল ইসলাম (২১) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।
৭ মিনিট আগে