Ajker Patrika

ঝোপের মধ্যে কিশোরীর লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৩
ঝোপের মধ্যে কিশোরীর লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাক্প্রতিবন্ধী এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাইজদি ইউনিয়নের কাহিন্দী এলাকায় নিজ বাড়ির পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর নাম তানজিলা আক্তার (১৭)। সে একই এলাকার সরাফত আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তানজিলা বাক্প্রতিবন্ধী। সে স্থানীয় একটি সুতার কারখানায় কাজ করত। গতকাল বুধবার রাত ১০টার দিকে ঘরের বাইরে যায় সে। এরপর ঝড়বৃষ্টি শুরু হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। আজ সকালে বাড়ির পাশের ঝোপে তার লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্টে উঠে আসে নিহতের হাঁটু, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত