Ajker Patrika

শিবপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২০: ৩৪
শিবপুরে নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শিবপুর কলেজ গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। দুপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন। 

ওসি ফরিদ বলেন, ‘সরকারবিরোধী লিফলেট বিতরণ করার সময় শিবপুর কলেজ গেট থেকে আবু সালেহকে গ্রেপ্তার করা হয় এবং আগের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে তিনটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন স্থানে সরকারবিরোধী প্রচারণা চালান—এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।’

এদিকে নির্বাচন বর্জনের শান্তিপূর্ণ প্রচারণা চালানোর সময় আবু সালেহকে আটক করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে বলে দাবি করেন দলীয় নেতা-কর্মীরা।

এর আগে আবু সালেহকে গত ১১ ফেব্রুয়ারি নাশকতা মামলায় গ্রেপ্তার করে কোমরে রশি বেঁধে আদালতে পাঠানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে ১৬ ফেব্রুয়ারিতে জামিনে মুক্তি পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত