ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বাজারে লিজ নেওয়া জমিতে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। গত দুই মাস ধরে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত থাকলেও জানেন না স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ নেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনি।
জমি দখল করে কাজ করা আমির হোসেন সরদার ওরফে আমির ডিলার বলেন, স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেদরগঞ্জ বাজারের ৪৪ নম্বর গৈড্যা মৌজার, ১ নম্বর খাস খতিয়ানে বাংলা ১৪২৪ সালে আমির ডিলারকে ওই ৬ শতাংশ জমিটি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু পরে বছর ১৪২৫,১৪২৬ ও ১৪২৭ সালে লিজ আর নবায়ন করা হয়নি। চলতি ১৪২৮ সালে তাঁকে লিজ প্রদান করেনি জেলা প্রশাসক। এভাবেই সরকারি জমি লিজের দেওয়ার মাধ্যমে সরকার প্রতি বছর রাজস্ব আদায় করে থাকে। অথচ আগে থেকে দখল করা ওই জমিটিতে তিনি আধুনিক মডেলের দ্বিতল ভবন তৈরি করে জায়গাটি দখল করেছেন।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, বাজারের মধ্য গলিতে সরকার থেকে লিজ নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ করছেন শ্রমিকেরা। এর মধ্যে শেষ হয়েছে বহুতল ভবনের বেসমেন্ট নির্মাণের কাজ। চোখের সামনে এভাবে দিনের পর দিন বহুতল ভবনের নির্মাণকাজ অব্যাহত থাকলেও প্রশাসনের কোনো কর্মকর্তা এ ব্যাপারে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেননি। যদিও নির্মাণাধীন ভবনের থেকে প্রায় ২০০ গজ দূরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও ইউপি ভূমি সহকারী কর্মকর্তার অফিস।
বেআইনিভাবে কেন এ কাজ করছেন জানতে চাইলে আমির ডিলার বলেন, এটি উপজেলার ভূমি অফিসের সবাই জানেন। এখন পর্যন্ত অনেক মিডিয়া ও ভূমির লোকজন এসেছে কিন্তু কেউ কোনো সমস্যার কথা বলে নাই।
রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহালম বলেন, `ভবন নির্মাণের কথা শুনে আমি ৫ / ৬ দিন গিয়ে কাজ বন্ধ করতে বলে আসছি। সরকারি খাস জমি লিজ নিয়ে স্থাপনা তৈরি করার কোনো বিধান নেই। বিষয়টি নিয়ে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সরকার থেকে লিজ নেওয়া জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বাজারে লিজ নেওয়া জমিতে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। গত দুই মাস ধরে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যাহত থাকলেও জানেন না স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ নেননি বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনি।
জমি দখল করে কাজ করা আমির হোসেন সরদার ওরফে আমির ডিলার বলেন, স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেদরগঞ্জ বাজারের ৪৪ নম্বর গৈড্যা মৌজার, ১ নম্বর খাস খতিয়ানে বাংলা ১৪২৪ সালে আমির ডিলারকে ওই ৬ শতাংশ জমিটি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু পরে বছর ১৪২৫,১৪২৬ ও ১৪২৭ সালে লিজ আর নবায়ন করা হয়নি। চলতি ১৪২৮ সালে তাঁকে লিজ প্রদান করেনি জেলা প্রশাসক। এভাবেই সরকারি জমি লিজের দেওয়ার মাধ্যমে সরকার প্রতি বছর রাজস্ব আদায় করে থাকে। অথচ আগে থেকে দখল করা ওই জমিটিতে তিনি আধুনিক মডেলের দ্বিতল ভবন তৈরি করে জায়গাটি দখল করেছেন।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, বাজারের মধ্য গলিতে সরকার থেকে লিজ নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণকাজ করছেন শ্রমিকেরা। এর মধ্যে শেষ হয়েছে বহুতল ভবনের বেসমেন্ট নির্মাণের কাজ। চোখের সামনে এভাবে দিনের পর দিন বহুতল ভবনের নির্মাণকাজ অব্যাহত থাকলেও প্রশাসনের কোনো কর্মকর্তা এ ব্যাপারে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেননি। যদিও নির্মাণাধীন ভবনের থেকে প্রায় ২০০ গজ দূরে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও ইউপি ভূমি সহকারী কর্মকর্তার অফিস।
বেআইনিভাবে কেন এ কাজ করছেন জানতে চাইলে আমির ডিলার বলেন, এটি উপজেলার ভূমি অফিসের সবাই জানেন। এখন পর্যন্ত অনেক মিডিয়া ও ভূমির লোকজন এসেছে কিন্তু কেউ কোনো সমস্যার কথা বলে নাই।
রামভদ্রপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজা শাহালম বলেন, `ভবন নির্মাণের কথা শুনে আমি ৫ / ৬ দিন গিয়ে কাজ বন্ধ করতে বলে আসছি। সরকারি খাস জমি লিজ নিয়ে স্থাপনা তৈরি করার কোনো বিধান নেই। বিষয়টি নিয়ে এসিল্যান্ড স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান বলেন, সরকার থেকে লিজ নেওয়া জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে