Ajker Patrika

দোহারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৯: ০২
দোহারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং শ্বশুর, শাশুড়ি ও দেবরকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রুহুল আমিন। সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রুহুল আমিনের বাবা মনোয়ার হোসেন, মা আছমা বেগম ও ভাই মারুফ খানকে। তাঁরা দোহারের উত্তর জয়পাড়া মিয়াবাড়ির বাসিন্দা। রুহুল আমিনের স্ত্রী শিখা আক্তারকে খুনের দায়ে এই শাস্তি দেওয়া হয়।

সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি শ্বশুর, শাশুড়ি ও দেবরকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও তিন মাস কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি প্রদীপ কুমার দেব রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালত রায়ে উল্লেখ করেছেন, স্ত্রীকে হত্যার অভিযোগ রুহুল আমিনের বিরুদ্ধে প্রমাণ হয়েছে। তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এই কারণে তাঁকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। রুহুল আমিনের মা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে খুনে সহযোগিতা করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ মে রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয় দোহার ঘাটা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শিখার। ওই বছরের ৩ আগস্ট বিভিন্ন মালামাল দিয়ে তাঁকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। মাত্র তিন দিনের মাথায় ৬ আগস্ট বিকেলে দোহারের জয়পাড়ার মিয়াবাড়ির পুকুরে শিখা আক্তারের লাশ পাওয়া যায়। ওড়নার সঙ্গে শিখা আক্তারের লাশ সিলভারের কলসিতে বাধা ছিল।

এ ঘটনায় শিখা আক্তারের মা রুনু আক্তার লাশ উদ্ধারের দিনেই দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, শিখার শ্বশুরবাড়ি যেসব মালামাল পাঠানো হয়েছিল সেগুলো শ্বশুর, শাশুড়ি, ভাই এবং স্বামীর পছন্দ হয়নি। এ নিয়ে তাঁরা শিখার মা রুনু আক্তারের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে শিখা আক্তারের সঙ্গে স্বামীর ঝগড়াঝাঁটি হয়। ৬ আগস্ট শিখার বাবা কিছু খাবার নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি যান। তখন শিখার শাশুড়ি আছমা বেগম তাঁকে জানান শিখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রুহুল তাঁর শ্বশুরকে জানান, রাতে শিখার সঙ্গে ঝগড়া হয়েছে। শিখার মায়ের তখন সন্দেহ হয়, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ গুম করেছে। এ কারণেই তিনি মামলা দায়ের করেন।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর মামলাটি তদন্ত করে আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দোহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসিন মুন্সী। চার্জশিটে বলা হয়, শ্বশুরবাড়ির জিনিসপত্র পছন্দ না হওয়ায় রুহুল আমিন ও তাঁর পরিবারের লোকজন মিলে শেখাকে হত্যা করে লাশ গুম করার জন্য সিলভারের কলসিতে পেঁচিয়ে পুকুরে পানিতে ডুবিয়ে রাখা হয়।

২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত