Ajker Patrika

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সিঙ্গারের আগুন

প্রতিনিধি, সাভার
আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৫: ০৭
৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে সিঙ্গারের আগুন

সাভারের হেমায়েতপুরে সিঙ্গার কারখানার গোডাউনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) মানিকউজ্জামান। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১টার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত না করে কিছু বলা যাবেনা। তদন্ত করলেই আমরা বিস্তারিত সব বলতে পারবো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারি পরিচালক (অপারেশন) মানিকুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন স্থান থেকে একাধিক ইউনিট রওনা দিলেও স্পটে কাজ করেছে আসলে ৮টি ইউনিট। এর চেয়ে বেশি যে ইউনিটগুলো এখানে পৌছেছিল তাঁদের কাজ শুরু করার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা যায়, প্রায় সাড়ে ১২ হাজার বর্গফুটের এই ওয়্যারহাউস অন্য ব্যক্তির নিকট থেকে ভাড়া নিয়েছিল সিঙ্গার। এই পুরো ওয়্যারহাউসে থাকা সকল ইলেকট্রনিক সামগ্রী আগুনে পুড়ে গেছে। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর হেমায়েতপুরের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয়মুখী লেন খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত