Ajker Patrika

১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশনে থামবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২৮
১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশনে থামবে মেট্রোরেল

চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর উত্তরা সেন্টার স্টেশনে থামবে মেট্রোরেল। আর আগামী ১ মার্চ থেকে মেট্রোরেল থামবে মিরপুর ১০ নম্বর স্টেশনে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানান। 

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হয়। বর্তমানে উত্তরা উত্তর ও আগারগাঁওয়ের মধ্যে সীমিত আকারে মেট্রোরেল চলাচল করে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। থামে কেবল পল্লবী স্টেশনে। 
 
আগামী মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অন্য স্টেশনগুলো—উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া থেকে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল যাত্রীসেবা দিতে শুরু করবে বলে ডিএমটিসিএল কর্মকর্তা আশা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত