Ajker Patrika

ফার্মেসিতে করোনার টিকা: তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১: ৩৬
ফার্মেসিতে করোনার টিকা: তিন সদস্যের তদন্ত কমিটি

রাজধানীর দক্ষিণখানে ক্লিনিক–ফার্মেসিতে টাকার বিনিময়ে টিকা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্যমতে, বিভিন্ন দেশ থেকে টিকা আসার সঙ্গে সঙ্গে সেগুলো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নিজস্ব স্টোররুমে কঠোর নিরাপত্তায় সংরক্ষণে রাখা হয়। সেখান থেকে বরাদ্দ অনুযায়ী টিকাকেন্দ্রগুলোতে পাঠানো হয়। তারপরও কী করে এসব টিকা ক্লিনিক–ফার্মেসিতে গেল সেই প্রশ্নই এখন সবার মুখে। 

সংশ্লিষ্টদের ধারণা, অধিদপ্তরের কারও যোগসাজশ ছাড়া কোনোভাবেই টিকা বাইরে যাওয়ার কথা নয়। এ ছাড়া স্থানীয় কেন্দ্রের কারো  সম্পৃক্ততা থাকতে পারে। 

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার মূলে কারা থাকতে পারে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে। অধিদপ্তরের কারও সম্পৃক্ততাও থাকতে পারে, সেটি বের করা হবে। যদি তাই হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

দক্ষিণখান পুলিশ জানিয়েছে মডার্না ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় অজ্ঞাত আরো ২ / ৩ জনকে আসামি করে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় একটি মামলা হয়েছে। মামলায় করোনা ভ্যাকসিন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে বিক্রির অভিযোগ আনা হয়েছে। 

এর আগে দক্ষিণখান চালাবনের হাজীপাড়া এলাকার দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে বুধবার রাতে দুই ভায়াল মডার্না ভ্যাকসিন এবং ২০টি খালি বক্স জব্দ করা হয়। 

দক্ষিণখান থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, 'গ্রেপ্তার  হওয়া বিজয় কৃষ্ণ এসব টিকার ডোজ ৫০০ টাকা করে বিক্রি করত। ইতিমধ্যে আমরা ওই ক্লিনিকের পাশের এক দোকানদার এবং তার স্ত্রীকে এক হাজার টাকার বিনিময়ে টিকা দেওয়ার তথ্য পেয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত