টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার রাত ১০টা পর্যন্ত অভিযানে ৬০ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তি। বস্তিটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। বস্তি ঘিরে নানা অপরাধীদের বাস। দিনে ও সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে অপরাধীরা। অনেক ছিনতাইকারী মহাসড়কে ছিনতাই শেষে এই বস্তিতে আশ্রয় নেয়। পাশাপাশি বস্তিটিতে মাদকদ্রব্য বিক্রি, সংগ্রহ বা যত্রতত্র সেবনের অভিযোগ রয়েছে।
নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যার পর বস্তিটিতে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশিসহ অপরাধী সন্দেহে ৬০ জনকে আটক ও ৩৯ হাজার ৪০০ টাকা, দুটি ছোরা, দুটি চাকু, স্লাই রেঞ্চ, একটি কাটিং প্লাস, চারটি হার্ড ডিস্ক, চারটি মোবাইল ফোন ও চার লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ‘ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা (যৌথ বাহিনী) বস্তিটিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছি। আগামীকাল টঙ্গী পশ্চিম থানায় মামলা করার পর আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে