গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ বলেছেন, ‘আমি আপনাদের পাহারাদার হতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।’ আজ রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এসব বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতারা বলেন, ‘জেলা পুলিশের যেকোনো ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’ এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য তাঁরা নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল-ভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত পুলিশ সুপার আরও বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারি বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম প্রমুখ।
গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আযাদ বলেছেন, ‘আমি আপনাদের পাহারাদার হতে এসেছি। পুলিশ জনগণের বন্ধু, আমি কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে এ কথা আপনাদের বিশ্বাস করাতে চাই।’ আজ রোববার সকালে গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিক নেতারা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে এসব বন্ধ করার আহ্বান জানান। সাংবাদিক নেতারা বলেন, ‘জেলা পুলিশের যেকোনো ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি।’ এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রাখার জন্য তাঁরা নবনিযুক্ত পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেন।
জবাবে পুলিশ সুপার বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুল-ভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই।’ এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবাগত পুলিশ সুপার আরও বলেন, জনবান্ধব পুলিশিং সেবা করতে চান তিনি। সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে তাঁর নেতৃত্বে পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারি বজায় রাখতে তিনি কাজ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। এ সময় তিনি শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম প্রমুখ।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে