আজকের পত্রিকা ডেস্ক
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনার পর রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তিনজন রিকশাচালককে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাই। কিন্তু চালকেরা পুলিশের ওপর আক্রমণ করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকারসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। পুরোনো প্যাডেলচালিত রিকশাগুলোতেও ব্যাটারি যুক্ত করা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আদালত এ নিষেধাজ্ঞা দেন।
এ ঘটনায় সড়ক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রিকশাচালকদের এ বিক্ষোভ আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশনার পর রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং তিনজন রিকশাচালককে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন জানিয়েছেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাই। কিন্তু চালকেরা পুলিশের ওপর আক্রমণ করেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকারসচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকায় বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। পুরোনো প্যাডেলচালিত রিকশাগুলোতেও ব্যাটারি যুক্ত করা হচ্ছে। ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ বিবেচনা করে আদালত এ নিষেধাজ্ঞা দেন।
এ ঘটনায় সড়ক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে রিকশাচালকদের এ বিক্ষোভ আরও বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে