সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে পূর্ব শিয়ালদী নেছারীয়া মাদ্রাসার নির্মাণকাজ চলায় জায়গা স্বল্পতার কারণে সেখানকার শাহী জামে মসজিদে ৪টি শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের বের করে দিয়ে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও অভিভাবকেরাও পাল্টা আরেকটি তালা লাগিয়ে দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মসজিদের বাইরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন শিক্ষকেরা। তীব্র গরমে শিক্ষার্থীরা ঘামে ভিজে যাচ্ছে। বিষয়টি জানান পর সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী তালা খুলে দেয়। পূর্ব শিয়ালদী গ্রামের বাসিন্দা মো. খোকন শেখ বলেন, ‘আজ সকালে মসজিদ কমিটির লোকজন মাদ্রাসার শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এতে বাইরে পড়ালেখা চালাতে হচ্ছে। এটা মোটেও ঠিক করেনি।’
পূর্ব শিয়ালদী গ্রামের আরেক বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘হঠাৎ আজ সকালে মসজিদ কমিটির লোকজন ছাত্রছাত্রীদের বের করে দিয়ে মসজিদে তালা লাগিয়ে দেয়। কী কারণে তালা দিয়েছেন সেটা আমরা বলতে পারছি না। তবে আমরা মসজিদ কমিটির সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেছি।’
এ বিষয়ে পূর্ব শিয়ালদী নেছারীয়া মাদ্রাসার মুহতামিম মো. সোলাইমান হাবিব কাসেমী বলেন, ‘প্রতিদিনের মতো আমি আজ সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসায় এসে দেখি বাচ্চারা বাইরে। পরে বাচ্চারা জানায়, মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। মসজিদ কর্তৃপক্ষ হঠাৎ করেই তালা লাগিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে অবস্থান করছে। পরে বিক্ষুব্ধ জনতা মসজিদে আরেকটি তালা লাগিয়ে দেয়। আমাদের মাদ্রাসায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। দুই শ্রেণির ক্লাস দুটি কক্ষে হচ্ছে। আর চারটি ক্লাস মসজিদের ভেতরে হচ্ছে। প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে যাদের মসজিদের মধ্যেই পাঠদান করাতে হচ্ছে।’
পূর্ব শিয়ালদী শাহী জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিদ্ধান্তেই আমরা তালা লাগিয়েছি। গত দেড় বছর যাবৎ আমরা মাদ্রাসা কমিটিকে বলে আসছি যাতে তারা এখানে থেকে অন্য জায়গায় চলে যায়। কারণ মসজিদে টাইলস লাগানো হচ্ছে। মাদ্রাসার বাচ্চা ছেলেরা টাইলস তুলে ফেলে। এ জন্য আমরা সেখানে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শোনেনি। তারা শিক্ষার্থীদের মসজিদে পড়াচ্ছিল। তাই আজকে আমরা তালা মেরে দিয়েছি।’
জাহাঙ্গীর মাস্টার আরও বলেন, ‘মসজিদে দুইবার চুরি হয়েছিল। তাই আমরা সব সময় মসজিদ তালা মেরে রাখি।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে পূর্ব শিয়ালদী নেছারীয়া মাদ্রাসার নির্মাণকাজ চলায় জায়গা স্বল্পতার কারণে সেখানকার শাহী জামে মসজিদে ৪টি শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের বের করে দিয়ে মসজিদে তালা লাগিয়ে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও অভিভাবকেরাও পাল্টা আরেকটি তালা লাগিয়ে দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মসজিদের বাইরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন শিক্ষকেরা। তীব্র গরমে শিক্ষার্থীরা ঘামে ভিজে যাচ্ছে। বিষয়টি জানান পর সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত হলে মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী তালা খুলে দেয়। পূর্ব শিয়ালদী গ্রামের বাসিন্দা মো. খোকন শেখ বলেন, ‘আজ সকালে মসজিদ কমিটির লোকজন মাদ্রাসার শিক্ষার্থীদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এতে বাইরে পড়ালেখা চালাতে হচ্ছে। এটা মোটেও ঠিক করেনি।’
পূর্ব শিয়ালদী গ্রামের আরেক বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, ‘হঠাৎ আজ সকালে মসজিদ কমিটির লোকজন ছাত্রছাত্রীদের বের করে দিয়ে মসজিদে তালা লাগিয়ে দেয়। কী কারণে তালা দিয়েছেন সেটা আমরা বলতে পারছি না। তবে আমরা মসজিদ কমিটির সঙ্গে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেছি।’
এ বিষয়ে পূর্ব শিয়ালদী নেছারীয়া মাদ্রাসার মুহতামিম মো. সোলাইমান হাবিব কাসেমী বলেন, ‘প্রতিদিনের মতো আমি আজ সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসায় এসে দেখি বাচ্চারা বাইরে। পরে বাচ্চারা জানায়, মসজিদে তালা লাগিয়ে দিয়েছে। মসজিদ কর্তৃপক্ষ হঠাৎ করেই তালা লাগিয়ে দেওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে অবস্থান করছে। পরে বিক্ষুব্ধ জনতা মসজিদে আরেকটি তালা লাগিয়ে দেয়। আমাদের মাদ্রাসায় ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। দুই শ্রেণির ক্লাস দুটি কক্ষে হচ্ছে। আর চারটি ক্লাস মসজিদের ভেতরে হচ্ছে। প্রায় ১০০ জন শিক্ষার্থী রয়েছে যাদের মসজিদের মধ্যেই পাঠদান করাতে হচ্ছে।’
পূর্ব শিয়ালদী শাহী জামে মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিদ্ধান্তেই আমরা তালা লাগিয়েছি। গত দেড় বছর যাবৎ আমরা মাদ্রাসা কমিটিকে বলে আসছি যাতে তারা এখানে থেকে অন্য জায়গায় চলে যায়। কারণ মসজিদে টাইলস লাগানো হচ্ছে। মাদ্রাসার বাচ্চা ছেলেরা টাইলস তুলে ফেলে। এ জন্য আমরা সেখানে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে নিষেধ করেছি। কিন্তু তারা আমার কথা শোনেনি। তারা শিক্ষার্থীদের মসজিদে পড়াচ্ছিল। তাই আজকে আমরা তালা মেরে দিয়েছি।’
জাহাঙ্গীর মাস্টার আরও বলেন, ‘মসজিদে দুইবার চুরি হয়েছিল। তাই আমরা সব সময় মসজিদ তালা মেরে রাখি।’
নরসিংদীতে পাওনার ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।
৪১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৮ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৮ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে