Ajker Patrika

৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য পড়ছে লেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ১৮
৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য পড়ছে লেকে

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানী-বারিধারা ও নিকেতনের প্রায় ৮৫ শতাংশ বাড়ির পয়োবর্জ্য সরাসরি লেকে পড়ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘অভিজাত চারটি এলাকার ৩ হাজার ৮৩০টি বাড়িতে আমরা জরিপ করেছি। এই বাড়িগুলোর মধ্যে ৩ হাজার ২৬৫টি বাড়ির পয়োবর্জ্য সরাসরি পড়ছে লেকে অথবা ড্রেনে।’

আজ বুধবার পয়োবর্জ্যের লাইন ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে অভিযান পরিচালনার সময় ডিএনসিসি মেয়র এসব তথ্য জানান। অভিযানের অংশ হিসেবে গুলশান ২-এর একটি বাসার সুয়ারেজ পাইপলাইনে কলাগাছ ঢুকিয়ে কার্যক্রম শুরু করেন।

আবাসিক এলাকাগুলোতে জরিপ কাজ পরিচালনায় নেতৃত্ব দেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. মুজিবুর রহমান। তিনি বলেন, ‘গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের সব প্লটে আমরা জরিপ পরিচালনা করেছি। বেশির ভাগ বাড়িতে সুয়ারেজ লাইন নেই। সরাসরি সাধারণ পানির লাইনে দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা ওয়াসা গুলশান-বনানীর ৫২ শতাংশ বাড়ি থেকে সুয়ারেজ বিল নেয়। পয়োবর্জ্যের বিল নিচ্ছে কিন্তু সুয়ারেজ সিস্টেম অধিকাংশ জায়গায় কাজ করছে না।’

মুজিবুর রহমান আরও বলেন, ‘ঢাকা ওয়াসারই যাচাই করা উচিত, তাদের সুয়ারেজ লাইন ফাংশনাল কি না।’

জরিপের ফলাফলের বিষয়ে জানতে চাইলে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী তৌহিদ এলাহী বলেন, ‘জরিপের প্রতিবেদন আমি দেখেনি। তাই এ মুহূর্তে কোনো মন্তব্য করব না। তবে আমি যতটুকু জানি, গুলশান-বনানীর শতভাগ বাড়িতে সুয়ারেজ লাইন রয়েছে। এখানের পয়োবর্জ্য পাগলা শোধনাগারে যাচ্ছে। আমরা যেখানে সেবা দিচ্ছি, সেখান থেকে বিল আদায় করছি।’

ওয়াসা বিল নিচ্ছে, সেবা দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ওয়াসাকে বলছি, আপনারা যাচাই করুন, যে বিল নিচ্ছেন, সেবা দিচ্ছেন তো? জরিপের ফলাফল আমি অফিশিয়ালি ওয়াসাকে জানাব।’

অভিযান পরিচালনার আগে অনেক সময় দেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘বারিধারায় ৫৫০টি বাড়ির মধ্যে ৫ বাড়িতে সঠিক স্যানিটেশন ব্যবস্থা রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। লেকে মাছ চাষ করা যাচ্ছে না। গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটি আমার কাছে এসেছে। তারা সময় চেয়েছে তিন মাস। আমি তাদের ছয় মাস সময় দিয়েছি। যে কয়েকটা বাড়ির সুয়ারেজ লাইনে কলাগাছ ঢুকিয়েছি, তারা এখন পাগল হয়ে গেছে।’ উত্তরার ৪ নম্বর সেক্টরে নিজ বাড়িতে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছেন বলে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত