Ajker Patrika

মশা মারতে সোমবার থেকে বিটিআই প্রয়োগ, এই জৈব কীটনাশক আসলে কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মশা মারতে সোমবার থেকে বিটিআই প্রয়োগ, এই জৈব কীটনাশক আসলে কী

মশার লার্ভা ধ্বংস করতে আগামী সোমবার (৭ আগস্ট) থেকে জৈব কীটনাশক প্রয়োগ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার নতুন এই কীটনাশক প্রয়োগের কথা থাকলেও পরিবর্তন করে পর দিন করার কথা জানিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। 

ডিএনসিসির তথ্য অনুসারে, যে জৈব কীটনাশক প্রয়োগ করা হবে সেটির নাম বিটিআই কীটনাশক। এর পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। ব্যাসিলাস থুরিনজেনসিস সেরোটাইপ ইসরাইলেন্সিস (বিটিআই) হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মশা ও মাছির মতো পতঙ্গের লার্ভার জৈব নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা হয়। বিটিআই মূলত বিষাক্ত পদার্থ তৈরি করে যা বিভিন্ন প্রজাতির মশা, ছত্রাক এবং মাছির লার্ভা মেরে ফেলতে পারে। তবে অন্যান্য জীবের ওপর প্রায় কোনো প্রভাব নেই।

২৫ গ্রামের এক প্যাকেট বিটিআই ১০ লিটার পানিতে ২৫ থেকে ৫০ বর্গমিটার এলাকায় ছিটাতে হয়। প্রাথমিকভাবে ঢাকার সড়কের পাশের নালায় এই ওষুধ ছিটানো হবে বলে জানিয়েছে ডিএনসিসি।

এ ব্যাপারে জানতে চাইলে কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিএনসিসি মেয়রের উপদেষ্টা ড. কবিরুল বাশার বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালীর কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’ 

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিঙ্গাপুর থেকে মশার লার্ভা ধ্বংসকারী জৈব কীটনাশক বিটিআই আনতে পেরেছি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের সঙ্গে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ টিমের কনফারেন্স হবে। আমাদের কর্মকর্তারা বিশেষজ্ঞ টিমের কাছ থেকে জানবে বিটিআই কীটনাশকটি কীভাবে মিক্সিং হবে, কীভাবে ও কোথায় ব্যবহার হবে। তারপর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কীটনাশক বিটিআই প্রয়োগ করা হবে।’ 

গত মঙ্গলবার সিঙ্গাপুর থেকে পাঁচ টন বিটিআই এসে পৌঁছে ডিএনসিসিতে। সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল কোম্পানি লিমিটেডের কাছ থেকে এটি এনেছে মার্শাল অ্যাগ্রোভেট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতি কেজি বিটিআইয়ের দাম পড়েছে ৩ হাজার ৩৮৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত